অবশেষে সব গুঞ্জন হলো সত্যি। প্রেমিক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন নেহা কাক্কার। এর আগে এই দুজনের প্রেমের খবর চাউর হয়েছিল। তখন কেউ কেউ নেহা-রোহানের প্রেমের খবরকে স্রেফ গুঞ্জন বলে চালিয়ে দেন।
সব গুঞ্জনকে পেছনে ঠেলে শনিবার (২৪ অক্টোবর) দিল্লির একটি গুরুদুয়ারাতে শিখ রীতিতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এসময় সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
আরও পড়ুন : ‘সর্বত মঙ্গল রাধে’ গানের আসল মালিক কে?
করোনা সংক্রমণের মধ্যে খুব সাদামাটা আনুষ্ঠানিকতার মধ্যে সম্পন্ন হলো বিয়ে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে- বিবাহোত্তর সংবর্ধনার জন্য শিগগিরই পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন নব-দম্পতি।