Dhaka বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের দু’দিন পরই বিমানে প্রেমিকের সঙ্গে দেখা (ভিডিও)

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • ২২৬ জন দেখেছেন

স্বামী জেইদ দরবার ও সাবেক প্রেমিক কুশল টেন্ডনের সঙ্গে গওহর খান

বিয়ের দু’দিন পরই সাবেক প্রেমিক কুশল টেন্ডনের সঙ্গে দেখা হয় গওহর খানের। গওহর যে বিমানে করে লখনৌ যাচ্ছিলেন সেই একই বিমানে ছিলেন কুশলও।

প্রেমিক জেইদ দরবারের সঙ্গে গত ২৫ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন গওহর খান। এরপর গত ২৭ ডিসেম্বর লখনৌর উদ্দেশ্যে রওনা দেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী।

আরও পড়ুন : ভুয়া সংবাদে হয়রানির শিকার স্পর্শিয়া

বিমানে একটি ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছেন কুশল টেন্ডন। যেখানে কুশল জানান, আমি আমার গন্তব্যে যাচ্ছিলাম এবং পথেই আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো।

ক’দিন আগেই তার বিয়ে হয়েছে। তিনি আমার বিপরীত পাশেই বসে আছেন। তাকে দেখতে দারুণ লাগছে।

জেইদ দরবারের আগে টেলিভিশন তারকা কুশল টেন্ডনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন গওহর খান। কিন্তু হঠাৎ করেই পাট চুকে যায় তাদের সম্পর্কের।

তবে কি কারণ ছিলো সেটি কখনও প্রকাশ্যে আনেননি তারা।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা মামলায় সাবেক এমপি কবিরুল কারাগারে

বিয়ের দু’দিন পরই বিমানে প্রেমিকের সঙ্গে দেখা (ভিডিও)

প্রকাশের সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

বিয়ের দু’দিন পরই সাবেক প্রেমিক কুশল টেন্ডনের সঙ্গে দেখা হয় গওহর খানের। গওহর যে বিমানে করে লখনৌ যাচ্ছিলেন সেই একই বিমানে ছিলেন কুশলও।

প্রেমিক জেইদ দরবারের সঙ্গে গত ২৫ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন গওহর খান। এরপর গত ২৭ ডিসেম্বর লখনৌর উদ্দেশ্যে রওনা দেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী।

আরও পড়ুন : ভুয়া সংবাদে হয়রানির শিকার স্পর্শিয়া

বিমানে একটি ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছেন কুশল টেন্ডন। যেখানে কুশল জানান, আমি আমার গন্তব্যে যাচ্ছিলাম এবং পথেই আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো।

ক’দিন আগেই তার বিয়ে হয়েছে। তিনি আমার বিপরীত পাশেই বসে আছেন। তাকে দেখতে দারুণ লাগছে।

জেইদ দরবারের আগে টেলিভিশন তারকা কুশল টেন্ডনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন গওহর খান। কিন্তু হঠাৎ করেই পাট চুকে যায় তাদের সম্পর্কের।

তবে কি কারণ ছিলো সেটি কখনও প্রকাশ্যে আনেননি তারা।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন