Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ারের গ্লাসে ছক্কার বল: ওই অবস্থায় পান করলেন দর্শক!

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ১৯৩ জন দেখেছেন

সংগৃহীত ছবি

ছক্কা মারলেন ব্যাটসম্যান। বল উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে থাকা এক দর্শকের হাতে ধরা বিয়ারের গ্লাসে। সেই দর্শক এতটাই ক্রিকেটপাগল যে, বল ফেরত না পাঠিয়ে সেটা গ্লাসে থাকা অবস্থায় বিয়ার পান করতে শুরু করে দিলেন! ক্রিকেট মাঠে এরকম কতই না মজার ঘটনা ঘটে। সে রকম ঘটনাই এবার ঘটেছে বিগ ব্যাশে।

গত শনিবার খেলা হচ্ছিল হোবার্ট হ্যারিকেনস এবং মেলবোর্ন স্টারসের মধ্যে। হোবার্টের হয়ে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসনম্যান ডেভিড মালান একটি বিশাল ছক্কা হাঁকান। তার মারা বল গ্যালারিতে একজন ধরার চেষ্টা করেছিলেন; কিন্তু পারেননি।

তার সেই চেষ্টার ফলে গতিপথ পাল্টে বল সোজা গিয়ে পড়ে পাশের ক্রিকেটপ্রেমীর বিয়ারের গ্লাসে। বল ফেরত না পাঠিয়ে সেই ক্রিকেটপ্রেমী চুমুক দিতে থাকেন বিয়ারের গ্লাসে। যা দেখে হাসতে থাকেন আশপাশের সবাই।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষা জুনে এইচএসসি জুলাইয়ে

মেলবোর্ন স্টারসের ফিল্ডার স্যাম রেইনবার্ড ফিল্ডিং করছিলেন ফাইন লেগ অঞ্চলে। তিনি বল ফেরত দিতে বলেন। কিন্তু ওই বর্ষীয়ান ক্রিকেটপ্রেমী তাতে কর্ণপাত করেননি। তিনি গ্লাসে বল রেখেই বিয়ার পানে ব্যস্ত থাকেন।

পরে অবশ্য কর্মীদের সহায়তায় ওই বল মাঠে ফেরত পাঠানো হয়। তবে বিয়ার মাখানাও সেই বলে খেলা হয়নি। আম্পায়াররা নতুন বল আনিয়ে নেন। তারপর শুরু হয় খেলা। পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। যা দেখে মজা লুটছেন সবাই।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

বিয়ারের গ্লাসে ছক্কার বল: ওই অবস্থায় পান করলেন দর্শক!

প্রকাশের সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

ছক্কা মারলেন ব্যাটসম্যান। বল উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে থাকা এক দর্শকের হাতে ধরা বিয়ারের গ্লাসে। সেই দর্শক এতটাই ক্রিকেটপাগল যে, বল ফেরত না পাঠিয়ে সেটা গ্লাসে থাকা অবস্থায় বিয়ার পান করতে শুরু করে দিলেন! ক্রিকেট মাঠে এরকম কতই না মজার ঘটনা ঘটে। সে রকম ঘটনাই এবার ঘটেছে বিগ ব্যাশে।

গত শনিবার খেলা হচ্ছিল হোবার্ট হ্যারিকেনস এবং মেলবোর্ন স্টারসের মধ্যে। হোবার্টের হয়ে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসনম্যান ডেভিড মালান একটি বিশাল ছক্কা হাঁকান। তার মারা বল গ্যালারিতে একজন ধরার চেষ্টা করেছিলেন; কিন্তু পারেননি।

তার সেই চেষ্টার ফলে গতিপথ পাল্টে বল সোজা গিয়ে পড়ে পাশের ক্রিকেটপ্রেমীর বিয়ারের গ্লাসে। বল ফেরত না পাঠিয়ে সেই ক্রিকেটপ্রেমী চুমুক দিতে থাকেন বিয়ারের গ্লাসে। যা দেখে হাসতে থাকেন আশপাশের সবাই।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষা জুনে এইচএসসি জুলাইয়ে

মেলবোর্ন স্টারসের ফিল্ডার স্যাম রেইনবার্ড ফিল্ডিং করছিলেন ফাইন লেগ অঞ্চলে। তিনি বল ফেরত দিতে বলেন। কিন্তু ওই বর্ষীয়ান ক্রিকেটপ্রেমী তাতে কর্ণপাত করেননি। তিনি গ্লাসে বল রেখেই বিয়ার পানে ব্যস্ত থাকেন।

পরে অবশ্য কর্মীদের সহায়তায় ওই বল মাঠে ফেরত পাঠানো হয়। তবে বিয়ার মাখানাও সেই বলে খেলা হয়নি। আম্পায়াররা নতুন বল আনিয়ে নেন। তারপর শুরু হয় খেলা। পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। যা দেখে মজা লুটছেন সবাই।