ভারতের বেঙ্গালুরুতে বিড়ালের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। অতিষ্ঠ বেঙ্গালুর প্রশাসনও। এমন কি বিড়ালের কাছে বাড়ির পোষা কুকুরও টিকতে পারছিল না। শেষ পর্যন্ত প্রশাসনের উদ্যোগে বিড়াল তাড়াতে খরচ হয়েছে লাখ টাকা।
রাজভবন জুড়ে বিড়ালের উৎপাত। নাজেহাল রাজ্যপালের পরিবারের সদস্যরা। বিড়ালের উৎপাতে বাড়ির পোষ্য কুকুরগুলিরও বেহাল অবস্থা। শেষে সুরাহা পেতে বিচিত্র পথ নিল বেঙ্গালুরু প্রশাসন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বেঙ্গালুরুর। রাজভবনে বিড়ালের উৎপাতের জেরে অতীষ্ঠ হয়ে উঠেছিলেন রাজ্যপালের পরিবারের সদস্যরা। খাবার চুরি করে খাওয়া থেকে বাড়ির পোষ্য কুকুরগুলিকেও ক্রমাগত বিরক্ত করছিল বিড়ালগুলি।
আরও পড়ুন : ৩ কোটি টাকার মার্সিডিজ পুড়িয়ে দিলেন যুবক (ভিডিও)
শেষে উপায় না পেয়ে রাজভবনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে বলা হয় সমস্যাটির সুরাহা করতে। কিন্তু বিড়াল ধরার প্রশিক্ষণ কোনও কর্মীরই ছিল না।
শেষে টেন্ডার ডেকে একটি বেসরকারি সংস্থাকে বিড়াল ধরার জন্য নিয়ে আসা হয়। মোট ৩০টি বিড়াল ধরতে খরচ হয় ৯৮ হাজার টাকা। বিড়াল তাড়াতে এত টাকা খরচ দেখে অনেকে অবাক।