আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের বিহারে একটি নির্মাণাধীন সেতু ভেঙ্গে তার নিচে চাপা পড়েছেন ৩০ জন শ্রমিক।
শুক্রবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে বিহারের সুপলের মারিচা এলাকায় এ ঘটনায় নিহত হয়েছেন একজন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সুপলের মারিচার কাছে অবস্থিত নির্মাণস্থলটি ধসের পর সেখানে ব্যাপক বিশৃঙ্খলা ও ভীতির সৃষ্টি হয়। পরে জরুরি উদ্ধার প্রচেষ্টা শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকরা।
ধ্বংসস্তূপের নিচে এখনও ৩০ জন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এর আগে বিহারের ভাগলপুরেও একই ধরনের এক দুর্ঘটনা ঘটেছিল, যা নিয়ে রাজ্য সরকার এবং বিজেপির মধ্যে তুমুল কথার লড়াই শুরু হয়।
নির্মাণাধী সেতুটি ভেঙে পড়ার পর সেখানে বিশৃঙ্খলা ও ধ্বংসলীলার দৃশ্যে পরিণত হয়েছে। প্রতিবেদন অনুসারে, কোসি নদীর ওপর ৯৮৪ কোটি রূপি ব্যয়ে সেতুটি তৈরি করা হচ্ছে।