Dhaka সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে সোমবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুই পরিচালকের একজন হচ্ছেন রুবাবা দৌলা। গত মাসে বিসিবি নির্বাচনের সময় কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের দিনই ইসফাককে নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আওয়ামী লীগের পদে ছিলেন এই ব্যবসায়ী ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন, এমন নানা খবর ছড়াতে থাকে।

নির্বাচনের রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইসফাককে ছড়িয়ে দেওয়া হবে। অবশেষে তা বাস্তবতার ভিত্তি পেল সোমবার। জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে, পদত্যাগ করেছেন ইসফাক।

তার বদলে মনোনয়ন পাওয়া রুবাবা দৌলার ক্রিকেট প্রশাসনে পদাপর্ণ এই প্রথম। তবে ক্রীড়াঙ্গনের সঙ্গে তার সংযোগ ছিল আগে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি প্রায় ছয় বছর। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও যুক্ত ছিলেন।

বাংলাদেশের কর্পোরেট আঙিনায় তিনি পরিচিত মুখ। নানা সময়ে কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তিনি যখন গ্রামীণফোনের কর্মকর্তা ছিলেন এবং বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর ছিল এই প্রতিষ্ঠানটি, তখন ক্রিকেটের বিভিন্ন আয়োজনে তাকে দেখা গেছে।

সোমবার দুপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা দিয়ে ক্রিকেট প্রশাসনে তার আনুষ্ঠানিক পথচলা শুরু হতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে রুবাবা দৌলা ছাড়া অন্য পরিচালক ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

প্রকাশের সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে সোমবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুই পরিচালকের একজন হচ্ছেন রুবাবা দৌলা। গত মাসে বিসিবি নির্বাচনের সময় কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের দিনই ইসফাককে নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আওয়ামী লীগের পদে ছিলেন এই ব্যবসায়ী ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন, এমন নানা খবর ছড়াতে থাকে।

নির্বাচনের রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইসফাককে ছড়িয়ে দেওয়া হবে। অবশেষে তা বাস্তবতার ভিত্তি পেল সোমবার। জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে, পদত্যাগ করেছেন ইসফাক।

তার বদলে মনোনয়ন পাওয়া রুবাবা দৌলার ক্রিকেট প্রশাসনে পদাপর্ণ এই প্রথম। তবে ক্রীড়াঙ্গনের সঙ্গে তার সংযোগ ছিল আগে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি প্রায় ছয় বছর। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও যুক্ত ছিলেন।

বাংলাদেশের কর্পোরেট আঙিনায় তিনি পরিচিত মুখ। নানা সময়ে কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তিনি যখন গ্রামীণফোনের কর্মকর্তা ছিলেন এবং বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর ছিল এই প্রতিষ্ঠানটি, তখন ক্রিকেটের বিভিন্ন আয়োজনে তাকে দেখা গেছে।

সোমবার দুপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা দিয়ে ক্রিকেট প্রশাসনে তার আনুষ্ঠানিক পথচলা শুরু হতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে রুবাবা দৌলা ছাড়া অন্য পরিচালক ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।