Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের উচ্চতম সেতুর উদ্বোধন হলো চীনে

আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ গুইঝৌ প্রদেশে উদ্বোধন কর হয়েছে বিশ্বের উচ্চতম সেতু হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন ব্রিজের। সমুদ্রপৃষ্ঠ থেকে সেতুটির উচ্চতা ৬২৫ মিটার বা ২ হাজার ৫০ দশমিক ৫২ ফুট।

গুইঝৌ-এর একটি পার্বত্য এলাকার নাম হুয়াজিয়াং। যে পাহাড়ি খাদের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে, নির্মাণের আগে সেখানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগত ২ ঘণ্টা। সেতু নির্মাণের পর এই দূরত্ব নেমে এসেছে ২ মিনিটে।

রোববার (২৮ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে সেতুটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেতুটির ছবি শেয়ার করেছেন।

সেতুটি উদ্বোধনের আগে গত মাসে অবশ্য সেতুটির স্থায়িত্ব ও টেকসই হওয়ার ব্যাপারটি কঠোরভাবে পরীক্ষা করা হয়েছে। ভারবহন ক্ষমতার পরীক্ষার জন্য সেতুটির বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে রাখা হয়েছিল ৯৬টি ট্রাক। সেতুটির মূল স্প্যান, টাওয়ার, কেবল এবং সাসপেন্ডারে বসানো হয়েছে ৪ শ’রও বেশি সেন্সর। ফলে ভূমিকম্প কিংবা অভ্যন্তরীণ কোনো ত্রুটির কারণে যদি সেতুটির কোনো ক্ষতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি ধরা পড়বে।

হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের দৈর্ঘ ২ হাজার ৯০০ মিটার, অর্থাৎ প্রায় ৩ কিলোমিটার। যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহারের পাশাপাশি সেতুটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সেখানে এলিভেটর, স্কাই ক্যাফে এবং ভিউইং প্ল্যাটফরমের ব্যবস্থাও রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশ্বের উচ্চতম সেতুর উদ্বোধন হলো চীনে

প্রকাশের সময় : ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ গুইঝৌ প্রদেশে উদ্বোধন কর হয়েছে বিশ্বের উচ্চতম সেতু হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন ব্রিজের। সমুদ্রপৃষ্ঠ থেকে সেতুটির উচ্চতা ৬২৫ মিটার বা ২ হাজার ৫০ দশমিক ৫২ ফুট।

গুইঝৌ-এর একটি পার্বত্য এলাকার নাম হুয়াজিয়াং। যে পাহাড়ি খাদের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে, নির্মাণের আগে সেখানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগত ২ ঘণ্টা। সেতু নির্মাণের পর এই দূরত্ব নেমে এসেছে ২ মিনিটে।

রোববার (২৮ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে সেতুটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেতুটির ছবি শেয়ার করেছেন।

সেতুটি উদ্বোধনের আগে গত মাসে অবশ্য সেতুটির স্থায়িত্ব ও টেকসই হওয়ার ব্যাপারটি কঠোরভাবে পরীক্ষা করা হয়েছে। ভারবহন ক্ষমতার পরীক্ষার জন্য সেতুটির বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে রাখা হয়েছিল ৯৬টি ট্রাক। সেতুটির মূল স্প্যান, টাওয়ার, কেবল এবং সাসপেন্ডারে বসানো হয়েছে ৪ শ’রও বেশি সেন্সর। ফলে ভূমিকম্প কিংবা অভ্যন্তরীণ কোনো ত্রুটির কারণে যদি সেতুটির কোনো ক্ষতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি ধরা পড়বে।

হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের দৈর্ঘ ২ হাজার ৯০০ মিটার, অর্থাৎ প্রায় ৩ কিলোমিটার। যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহারের পাশাপাশি সেতুটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সেখানে এলিভেটর, স্কাই ক্যাফে এবং ভিউইং প্ল্যাটফরমের ব্যবস্থাও রাখা হয়েছে।