Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয়

আন্তর্জাতিক ডেস্ক : 

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। মনোনয়নের সময় এই পদে অন্য কারও নাম না আসায় আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন তিনি।

বুধবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক।

সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডেভিড মালপাস। অজয় তার স্থলাভিষিক্ত হলে তিনিই হবেন এই পদে প্রথম ভারতীয়।

মাস্টারকার্ডের সাবেক সিইও অজয় বাঙ্গাকে পাঁচ বছর মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করেছে বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী বোর্ড। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে বসলেন তিনি।

আগামী ২ জুন থেকে অজয় বাঙ্গার কার্যকাল শুরু হবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংকটি। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব অর্থনীতিতে চলমান সঙ্কটের সময়ে তার হাতে এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে অজয় বাঙ্গাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাঙ্গার মনোনয়নকে সমর্থন জানিয়েছিল ভারত, কেনিয়া, ঘানা ও বাংলাদেশ। জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকে ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিরাও বাঙ্গার ভূয়সী প্রশংসা করেছেন।

কিন্তু আমেরিকার মনোনয়নের বিরোধিতা করবে রাশিয়া, এমনটাই শোনা গিয়েছিল। বাঙ্গার বিরুদ্ধে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে রুশ ঘনিষ্ঠ দেশগুলো, সেরকমই সম্ভাবনা ছিল। তবে শেষ পর্যন্ত আর কেউ বাঙ্গার প্রতিদ্বন্দ্বিতা করেননি।

৬৩ বছর বয়সী অজয় বঙ্গর জন্ম মহারাষ্ট্রের পুনেতে। বাবা হরভাজন সিং বঙ্গ ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অজয় বঙ্গ। এক দশক পর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। আর্থিক খাত ও উন্নয়ন বিশেষজ্ঞ অজয় বঙ্গ ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন। এর আগে নেসলে, পেপসির মতো বহুজাতিক সংস্থার দায়িত্বে ছিলেন তিনি।

নয়দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি। তার কর্মজীবন শুরু হয় ‘নেসলে ইন্ডিয়াদর হাত ধরে। এরপর কাজ করেন সিটি ব্যাংকেও। অজয় বঙ্গ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সম্মানীয় চেয়ারম্যান ছিলেন। ২০১৬ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক ‘পদ্মশ্রী’সম্মানে ভূষিত হন অজয় বঙ্গ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয়

প্রকাশের সময় : ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। মনোনয়নের সময় এই পদে অন্য কারও নাম না আসায় আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন তিনি।

বুধবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক।

সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডেভিড মালপাস। অজয় তার স্থলাভিষিক্ত হলে তিনিই হবেন এই পদে প্রথম ভারতীয়।

মাস্টারকার্ডের সাবেক সিইও অজয় বাঙ্গাকে পাঁচ বছর মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করেছে বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী বোর্ড। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে বসলেন তিনি।

আগামী ২ জুন থেকে অজয় বাঙ্গার কার্যকাল শুরু হবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংকটি। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব অর্থনীতিতে চলমান সঙ্কটের সময়ে তার হাতে এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে অজয় বাঙ্গাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাঙ্গার মনোনয়নকে সমর্থন জানিয়েছিল ভারত, কেনিয়া, ঘানা ও বাংলাদেশ। জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকে ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিরাও বাঙ্গার ভূয়সী প্রশংসা করেছেন।

কিন্তু আমেরিকার মনোনয়নের বিরোধিতা করবে রাশিয়া, এমনটাই শোনা গিয়েছিল। বাঙ্গার বিরুদ্ধে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে রুশ ঘনিষ্ঠ দেশগুলো, সেরকমই সম্ভাবনা ছিল। তবে শেষ পর্যন্ত আর কেউ বাঙ্গার প্রতিদ্বন্দ্বিতা করেননি।

৬৩ বছর বয়সী অজয় বঙ্গর জন্ম মহারাষ্ট্রের পুনেতে। বাবা হরভাজন সিং বঙ্গ ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অজয় বঙ্গ। এক দশক পর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। আর্থিক খাত ও উন্নয়ন বিশেষজ্ঞ অজয় বঙ্গ ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন। এর আগে নেসলে, পেপসির মতো বহুজাতিক সংস্থার দায়িত্বে ছিলেন তিনি।

নয়দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি। তার কর্মজীবন শুরু হয় ‘নেসলে ইন্ডিয়াদর হাত ধরে। এরপর কাজ করেন সিটি ব্যাংকেও। অজয় বঙ্গ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সম্মানীয় চেয়ারম্যান ছিলেন। ২০১৬ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক ‘পদ্মশ্রী’সম্মানে ভূষিত হন অজয় বঙ্গ।