নিজস্ব প্রতিবেদক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে, ১০০ খাট সহায়তা দিয়ে ফলাও করে প্রচারণা চালাবে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যুতে তিনি বলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত, তাকে কি ম্যাজিস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তার রয়েছে। এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করেছেন। সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুলমালে। এটার কি কোনো আইনগত ভিত্তি রয়েছে।
অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, বরাবরই আমরা দেখছি এদের কর্মকাণ্ড হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা। আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা বা ডাকসুর দায়িত্ব। সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিম খানা নয় যে, এখানে ১০০ লোহার খাট দেবেন খাবারের ডাইনিং টেবিল দেবেন।
দোকানদারকে ফাইন করে সেই টাকা জামায়াতের বাইতুল মালে দেওয়া হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির প্রশাসন আছে তারা দেখভাল করতে পারে। সেখানে ছাত্রনেতা গিয়ে বলতে পারে যে, এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার। এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে। এটা কোন ধরনের বিষয়? বরাবর আমরা দেখি এদের একটা কর্মকাণ্ড হচ্ছে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র বানানো। সেই পরিবেশ আমরা দেখেছি আবার ইউনিভার্সিটির হলগুলোতে।
রিজভী বলেন, আমিও তো রাকসুর ভিপি ছিলাম—বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে সেটা দেখার জন্য তো বিশ্ববিদ্যালয়ের অথোরিটি আছে, প্রশাসন আছে, তারা দেখবে। সেখানে ছাত্রনেতা গিয়ে বলতে পারে ক্যাম্পাসে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। কিন্তু সেটা না করে আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, সেই ফাইনের টাকা যাচ্ছে জামায়াতের বাইতুল মালে—এটা কোন ধরনের বিষয়? বরাবরই আমরা দেখছি এদের কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা।
তিনি বলেন, অনেকেই বলেন অমুক খারাপ আমরা ভালো। আপনি ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে, বালুমহালের সঙ্গে বিএনপির লোক জড়িত যদি থাকে জামায়াতের লোকও জড়িত আছে। সেটাও গণমাধ্যমে আসছে। সিলেটের পাথর উত্তোলনের সঙ্গে জামায়াতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারীঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গে নাম পাওয়া যাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে, বিএনপি করছে। বিএনপি তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলাও করে আপনারা বলছেন না।
রিজভী বলেন, একটা পরিবারের মধ্যে দুষ্টু ছেলে থাকতে পারে। বাবা-মা সেই দুষ্টু ছেলেকে শাসন করছে কি না সেটা তো বিবেচনা করতে হবে। যে বাবা-মা তার নিজের দুষ্টু ছেলেকে শাসন করে সেই বাবা-মা সবচাইতে স্বার্থক বাবা মা। প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন। এখন সেই কোরাস গাচ্ছে একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি বালু উত্তোলন নিয়ে বলছে। এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদের বহিষ্কার করছি, পদ স্থগিত করছি তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক নিচ্ছি সেটা বলছেন না।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ৫ আগস্টের পর বিভাজেনের অনেক সুর শোনা যাচ্ছে। অমুক খারাপ আমরা ভালো। বালু মহালের সঙ্গে বিএনপি জড়িত থাকলে, জামায়তও জড়িত রয়েছে। সেটাও গণমাধ্যমে আসছে। কিন্তু সেটা বেশি করে ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর লুটের সঙ্গে জামায়াতের নাম পাওয়া যাচ্ছে। নারীঘটিত ঘটনার ব্যপারেও তাদের নাম আসছে। কিন্তু সামাজিক যোগযোগমাধ্যমে বিএনপি বিএনপি করছে। কিন্তু বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটা ফলাও করে বলছে না।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
























