স্পোর্টস ডেস্ক :
আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তবে ভারত বিশ্বকাপ দিয়েই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার। যা শুনে তার দল দক্ষিণ আফ্রিকা ও ভ্ক্তদের হৃদয় ভাঙে এতে কোনো সন্দেহ নেই।
ডি কক ওয়ানডে বিশ্বকাপের পর তিনি এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনেফা।
এর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার ওয়ানডে ছাড়ার ঘোষণা দিলেন। তবে প্রোটিয়াদের জার্সিতে এখানেই শেষ হচ্ছে না তার ক্যারিয়ার। টি-টোয়েন্টি চালিয়ে যাবেন সাবকে এই অধিনায়ক। সিএসএ আশাবাদী, সংক্ষিপ্ত ফরম্যাটে আরও বেশ কিছু দিন তার সার্ভিস পাবে প্রোটিয়ারা।
ডি ককের অবসর প্রসঙ্গে সিএসএর পরিচালক এনোখ এনকুয়ে বলেন, ওয়ানডে ক্রিকেট থেকে তার সরে আসার সিদ্ধান্তটি আমরা বুঝতে পেরেছি এবং বছরের পর বছর তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই আমরা। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই, তবে এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে প্রোটিয়াদের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখতে মুখিয়ে আছি আমরা।
তিনি আরও বলেন, কুইন্টন ডি কক সত্যিই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের একজন ভালো ক্রিকেটার। আক্রমণাত্মক ব্যাটিং শৈলী দিয়ে সে নিজের মানদণ্ড স্থাপন করেছে এবং বছরের পর বছর দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। সে অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরেছে এবং এটা এমন এক সম্মান যা খুব কম লোকই পায়।
২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ডি ককের। একই বছর ভারতের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দেন এই ওপেনার। এখন পর্যন্ত ১৪০ ওয়ানডে খেলে ৪৪.৮৫ গড়ে ৫ হাজার ৯৬৬ রান করেছেন তিনি। এছাড়া গ্লাভস হাতে ডিসমিসাল করেছেন ১৯৭টি।
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ মাঠে গড়াবে। যেখানে ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মাহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যাস ডার ডুসেন।