স্পোর্টস ডেস্ক :
আর ৩০ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের এই মেগা আসরের। ইতিমধ্যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াড জানিয়ে দিয়েছে। আইসিসি ঘোষিত গাইডলাইন অনুযায়ী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। তাই বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ভারত।
দলে জায়গা পেয়েছেন ইনজুরির কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে না পারা লোকেশ রাহুল। যিনি এশিয়া কাপের দলে থাকলেও এখনও খেলেননি। সুপার ফোরে দলের সাথে যোগ দিতে পারেন। বেঙ্গালুরুতে ন্যাশনাল একাডেমিতে অনুশীলন করে নিজেকে ফিট করে তুলেছেন। মে মাসে আইপিএল চলাকালীন থাই ইনজুরিতে পড়েছিলেন লোকেশ। এরপর থেকে ক্রিকেটের বাইরে তিনি। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি দুই তারকা স্পিনার রবিচন্দ্র অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের।
এশিয়া কাপের দল গঠনের সময় চাহালের তুলনায় কুলদীপকে এগিয়ে রাখায় বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন ভারতের নির্বাচকরা। এবারেও সেই যাদবের উপরেই আস্থা রাখছেন নির্বাচকরা। আর অভিজ্ঞ অশ্বিন আরও একবার উপেক্ষিত হলেন সাদা বলের ক্রিকেটে। অথচ মাত্র এক বছর আগেও দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি।
রোহিত শর্মাকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্যাঞ্জু স্যামসনেরও। উইকেটরক্ষক এই ব্যাটারকে এশিয়া কাপে রাখা হয়েছিল ব্যাকআপ ক্রিকেটার হিসেবে। তবে নিজ দেশের বিশ্বকাপে তাকে দর্শক হয়েই থাকতে হচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেও অবশ্য জায়গা হয়নি তিলক ভার্মার। অথচ তাকে চার নম্বারে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করেছিল অনেকেই।
তরুণ শুভমান গিল আর ইশান কিষানও প্রত্যাশামতো জায়গা করে নিয়েছেন। স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা হয়েছে শার্দুল ঠাকুরের। পেসার হিসেবে আছেন শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।
দল ঘোষণার পর বাদ পড়াদের নিয়ে রোহিত বলেন, কিছু খেলোয়াড় বাদ পড়েই, প্রতিটি বিশ্বকাপেই এমন হয়। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই।
দলে সাত ব্যাটারের সঙ্গে চার বোলার ও চার অলরাউন্ডার আছেন। টিম কম্বিনেশন নিয়ে রোহিত বলেন, আমরা সম্ভাব্য সেরা কম্বিনেশন বেছে নিয়েছি। ব্যাটিংয়ে গভীরতা আছে, স্পিন ও অন্য বোলিং বিভাগেও। খেলোয়াড়দের ফর্ম, প্রতিপক্ষের চ্যালেঞ্জ বুঝে খেলার একাদশ বাছাই হবে।
একাদশে জায়গা পেতে লড়াই করতে হবে উইকেটকিপার ব্যাটার রাহুল ও ইশান কিশানকে। প্রধান নির্বাচক অজিত আগারকার বললেন, পাঁচ নম্বরে লোকেশ রাহুল দারুণ ব্যাটার। তাদের দুজনের সঙ্গেই আমাদের কথা বলতে হবে।
বিশ্বকাপের দল ঘোষণার আজই শেষ দিন। তবে আইসিসির অনুমোদন ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
ভারতের বিশ্বকাপ দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি।