Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কলম্বোয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ২৩০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা, তবে হাইব্রিড মডেলের আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে যা ভারতের বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে হওয়া এক চুক্তির অংশ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এই বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গৌহাটি বা কলম্বোতে—পাকিস্তান কোয়ালিফাই করলে ভেন্যু হবে কলম্বো। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে, ৩০ অক্টোবর।

২ নভেম্বর অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল, সম্ভাব্য ভেন্যু বেঙ্গালুরু বা কলম্বো।

বিশ্বকাপের মোট পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো ভারতের বেঙ্গালুরু, গৌহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোর এবং শ্রীলঙ্কার কলম্বো। ভারত-পাকিস্তান ছাড়াও এই বিশ্বকাপে অংশ নিচ্ছে সেরা আট দল যাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে এসেছে পাকিস্তান ও বাংলাদেশ। ২০২২ সালে সর্বশেষ আসরে জিতেছিল অস্ট্রেলিয়া।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কলম্বোয়

প্রকাশের সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা, তবে হাইব্রিড মডেলের আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে যা ভারতের বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে হওয়া এক চুক্তির অংশ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এই বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গৌহাটি বা কলম্বোতে—পাকিস্তান কোয়ালিফাই করলে ভেন্যু হবে কলম্বো। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে, ৩০ অক্টোবর।

২ নভেম্বর অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল, সম্ভাব্য ভেন্যু বেঙ্গালুরু বা কলম্বো।

বিশ্বকাপের মোট পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো ভারতের বেঙ্গালুরু, গৌহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোর এবং শ্রীলঙ্কার কলম্বো। ভারত-পাকিস্তান ছাড়াও এই বিশ্বকাপে অংশ নিচ্ছে সেরা আট দল যাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে এসেছে পাকিস্তান ও বাংলাদেশ। ২০২২ সালে সর্বশেষ আসরে জিতেছিল অস্ট্রেলিয়া।