Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ফাইনাল দেখছেন ডি ভিলিয়ার্স

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ক্ষণগণনা। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের এখনো ২ মাসের মতো বাকি থাকলেও অনেক আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।

কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মোহাম্মদ আমির ও বীরেন্দর শেবাগের মতো ক্রিকেটের সাবেক তারকারা। এবার সেই দলে যোগ দিলেন ওয়ানডের অন্যতম সেরা ব্যাটার ও দ্রততম সেঞ্চুরিয়ান এবিডি ভিলিয়ার্স। বেছে নিয়েছেন সম্ভাব্য চার সেমি-ফানালিস্ট। এছাড়া ফাইনালের দুই দলের নামও জানিয়েছেন এই কিংবদন্তি।

ঘরের মাঠে বিশ্বকাপ, এছাড়া ক্রিকেটেরও পরাশক্তি-সব দিক থেকেই মেগা টুর্নামেন্টটিতে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত। আর তাই স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে রাখছেন ডি ভিলিয়ার্স। তবে শেষ চারের বাকি তিন দল হিসেবে বেছে নিয়েছেন উপমহাদেশের বাইরের তিন দলকে। ভিলিয়ার্সের চোখে ভারত ছাড়া সেমিফাইনালের বাকি তিন দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভিলিয়ার্স বলেন, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বড় তিনটি দলকে রাখতেই হচ্ছে। তারপর আমি চাই দক্ষিণ আফ্রিকাকে। যদিও পাকিস্তানের ভালো সুযোগ আছে বলে মনে করেন এই ব্যাটিং গ্রেট। তবে পাকিস্তান থেকে এগিয়ে রাখছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে।

পাকিস্তানের শক্তিশালী স্কোয়াড ও ফর্ম সত্ত্বেও সেমিফাইনালে নিজের দলকে বেছে নেওয়ার কারণ হিসেবে ডি ভিলিয়ার্স বলেছেন, আমাদের ছেলেরা (দক্ষিণ আফ্রিকা দল) সেখানে যাচ্ছে, দলটি খুবই ভালো। অভিজ্ঞতা কিছুটা কম কিন্তু খুবই ভালো দল। আমি রব সাদা বলের কোচ রব ওয়াল্টারকে চিনি, তিনি ভালোভাবেই জানেন তিনি কী করছেন।

তিনি বলেন, আমি উপমহাদেশের বাইরের তিনটি দল বেছে নিয়েছি। যা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আমি এই সিদ্ধান্তেই অটল থাকছি কারণ আমার মনে হয় উইকেট ভালো হবে। আমি মনে না টুর্নামেন্টের সময়কালে উইকেট খারাপ দেখা যাবে।

বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন প্রোটিয়া কিংবদন্তি। তার মতে, শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ডি ভিলিয়ার্সের চাওয়া নিজের দেশ ফাইনালে থাকুক। তিনি বলেন, আমাদের টিমটা কিছুটা অনভিজ্ঞ হলেও ভালো দল নিঃসন্দেহে।

আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গ্রুপপর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগে। বিশ্বকাপের সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে আগামী ১৪ অক্টোবর। ওইদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ফাইনাল দেখছেন ডি ভিলিয়ার্স

প্রকাশের সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ক্ষণগণনা। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের এখনো ২ মাসের মতো বাকি থাকলেও অনেক আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।

কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মোহাম্মদ আমির ও বীরেন্দর শেবাগের মতো ক্রিকেটের সাবেক তারকারা। এবার সেই দলে যোগ দিলেন ওয়ানডের অন্যতম সেরা ব্যাটার ও দ্রততম সেঞ্চুরিয়ান এবিডি ভিলিয়ার্স। বেছে নিয়েছেন সম্ভাব্য চার সেমি-ফানালিস্ট। এছাড়া ফাইনালের দুই দলের নামও জানিয়েছেন এই কিংবদন্তি।

ঘরের মাঠে বিশ্বকাপ, এছাড়া ক্রিকেটেরও পরাশক্তি-সব দিক থেকেই মেগা টুর্নামেন্টটিতে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত। আর তাই স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে রাখছেন ডি ভিলিয়ার্স। তবে শেষ চারের বাকি তিন দল হিসেবে বেছে নিয়েছেন উপমহাদেশের বাইরের তিন দলকে। ভিলিয়ার্সের চোখে ভারত ছাড়া সেমিফাইনালের বাকি তিন দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে ভিলিয়ার্স বলেন, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বড় তিনটি দলকে রাখতেই হচ্ছে। তারপর আমি চাই দক্ষিণ আফ্রিকাকে। যদিও পাকিস্তানের ভালো সুযোগ আছে বলে মনে করেন এই ব্যাটিং গ্রেট। তবে পাকিস্তান থেকে এগিয়ে রাখছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে।

পাকিস্তানের শক্তিশালী স্কোয়াড ও ফর্ম সত্ত্বেও সেমিফাইনালে নিজের দলকে বেছে নেওয়ার কারণ হিসেবে ডি ভিলিয়ার্স বলেছেন, আমাদের ছেলেরা (দক্ষিণ আফ্রিকা দল) সেখানে যাচ্ছে, দলটি খুবই ভালো। অভিজ্ঞতা কিছুটা কম কিন্তু খুবই ভালো দল। আমি রব সাদা বলের কোচ রব ওয়াল্টারকে চিনি, তিনি ভালোভাবেই জানেন তিনি কী করছেন।

তিনি বলেন, আমি উপমহাদেশের বাইরের তিনটি দল বেছে নিয়েছি। যা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আমি এই সিদ্ধান্তেই অটল থাকছি কারণ আমার মনে হয় উইকেট ভালো হবে। আমি মনে না টুর্নামেন্টের সময়কালে উইকেট খারাপ দেখা যাবে।

বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন প্রোটিয়া কিংবদন্তি। তার মতে, শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ডি ভিলিয়ার্সের চাওয়া নিজের দেশ ফাইনালে থাকুক। তিনি বলেন, আমাদের টিমটা কিছুটা অনভিজ্ঞ হলেও ভালো দল নিঃসন্দেহে।

আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গ্রুপপর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগে। বিশ্বকাপের সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে আগামী ১৪ অক্টোবর। ওইদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।