স্পোর্টস ডেস্ক :
ব্যাপারটা বেশ অবিশ্বাস্যই! ভারতের মতো ক্রিকেট পাগল দেশটাতে কোনও অধিনায়কের সংবাদ সম্মেলন হলে আসর জমে যায় সংবাদ কর্মীদের। কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখলেন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্ব পাওয়া সূর্যকুমার যাদব।
বিশ্বকাপের সময় ভারতের সংবাদ সম্মেলনে জায়গা দেওয়া যেত না সাংবাদিকদের। প্রায় ২০০ জন সাংবাদিক থাকতেন সংবাদ সম্মেলনে। কিন্তু বুধবার (২২ নভেম্বর) প্রথম সংবাদ সম্মেলনে মাত্র দু’জন সাংবাদিককে পেলেন সূর্যকুমার। তাতে কিছুটা অবাক হলেন খোদ সূর্যও। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বিস্তর চর্চা।
বিশ্বকাপ শেষ হতেই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন অজিদের মুখোমুখি হওয়ার আগে ভারত বড় তারকাদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছে। ক্লান্তির বিষয়টা এখানে প্রাধান্য পেয়েছে। অবশ্য ব্যাপারটা যে শুধু ক্রিকেটারদের বেলায় কাজ করছে এমন নয়। টানা ৬ সপ্তাহ কাজ করা সংবাদিকরাও ভীষণ ক্লান্ত। মনে করা হচ্ছে এই কারণেই সংবাদ সম্মেলনে অবিশ্বাস্যরকম কম উপস্থিতি ছিল তাদের। ব্যাপরটাতে হতবাক হয়ে সূর্যকুমার শুরুতেই বলেছেন, ‘মাত্র দু’জন?’
বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই এমন সিরিজ আয়োজন করায় তা নিয়ে কারোরই তেমন আগ্রহ না থাকায়ই এমনটা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে টানা একমাসেরও বেশি সময় ক্রিকেটারদের পাশাপাশি ধকল সহ্য করেছেন সাংবাদিকরাও। তাই এখন তারাও একটু বিশ্রামের খোজেই আছেন। এ কারণেই সূর্যকুমারের সংবাদ সম্মেলনে দুইজনের বেশি সাংবাদিক উপস্থিত হননি।
সাধারণত দেখা যায় সংবাদ সম্মেলনে মিডিয়া ম্যানেজাররা সংবাদিকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেন। বুধবার তেমনটা হতে দেখা যায়নি।
পরে অবশ্য বিস্মিত করার মতো আরও ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনটিও বাতিল করা হয়। অবশ্য এটা জানা যায়নি যে সংবাদ মাধ্যমের কম উপস্থিতির কারণে এমনটা করা হয়েছে কিনা।