দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরের সড়কে নাবিল পরিবহনের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।
রোববার (১৬ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার দিওড় বটতলী নামক স্থানে বাস ও পিকাপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
নিহতরা হলেন- বাসচালক বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবাড়িয়া জেলার আজাদ (৩৮)।
পুলিশ জানায়, ঢাকা থেকে নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশে রওনা হয়। বাসটি দিওড় বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা সবজিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও পিকআপের চালক নিহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিরা পারভিন জানান, দুই চালকই ঘটনাস্থলে মারা যান এবং আহত ১২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৭ জন বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহীম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।