Dhaka মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

বিয়ে করলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান
অনেক দিন ধরেই চুপচাপ জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এদিকে তার কাজের অভাব তীব্রভাবে বোধ করছেন দর্শক। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত থাকলেও সে বিষয়ে কিছু বলছেন না ‘বড় ছেলে’ খ্যাত এ পরিচালক।

এই যখন অবস্থা তখন মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরিয়ান প্রকাশ করলেন কয়েকটি ছবি। যেখানে হাস্যোজ্জ্বল আরিয়ানের বাহুবন্দি কণের সাজে এক তরুণী। আরিয়ানও বর বেশে। ছবিগুলোর কোনোটায় চোখে চোখ রেখেছেন, কোনটায় গালে গাল ঠেকিয়েছেন তারা।

সঙ্গে এক লাইনের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

ছবিগুলো দেখে অনুসারীদের বোঝার বাকি নেই যে, নতুন জীবনে পা রেখেছেন আরিয়ান। পোস্টের মন্তব্যের ঘর ততক্ষণে সয়লাব অভিনন্দনে। তাসনিয়া ফারিণ, দীপা খনদকারসহ বিনোদন অঙ্গনের অনেকেই আছেন সে তালিকায়।

বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হোয়াটস্যাপে এক খুদে বার্তায় আরিয়ান জানান, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিয়ে করেছেন তিনি। পাত্রী তাহসিন তামান্না।

ওই বার্তায় আরিয়ান আরও বলেন, ‘তাহসিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। আমাদের পরিচয় প্রায় ৭ বছরের। ইনশাআল্লাহ ঈদুল ফিতরের পর আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে।’ এ সময় সবার কাছে দোয়া চান এ নির্মাতা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

প্রকাশের সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক :

বিয়ে করলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান
অনেক দিন ধরেই চুপচাপ জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এদিকে তার কাজের অভাব তীব্রভাবে বোধ করছেন দর্শক। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত থাকলেও সে বিষয়ে কিছু বলছেন না ‘বড় ছেলে’ খ্যাত এ পরিচালক।

এই যখন অবস্থা তখন মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরিয়ান প্রকাশ করলেন কয়েকটি ছবি। যেখানে হাস্যোজ্জ্বল আরিয়ানের বাহুবন্দি কণের সাজে এক তরুণী। আরিয়ানও বর বেশে। ছবিগুলোর কোনোটায় চোখে চোখ রেখেছেন, কোনটায় গালে গাল ঠেকিয়েছেন তারা।

সঙ্গে এক লাইনের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

ছবিগুলো দেখে অনুসারীদের বোঝার বাকি নেই যে, নতুন জীবনে পা রেখেছেন আরিয়ান। পোস্টের মন্তব্যের ঘর ততক্ষণে সয়লাব অভিনন্দনে। তাসনিয়া ফারিণ, দীপা খনদকারসহ বিনোদন অঙ্গনের অনেকেই আছেন সে তালিকায়।

বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হোয়াটস্যাপে এক খুদে বার্তায় আরিয়ান জানান, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিয়ে করেছেন তিনি। পাত্রী তাহসিন তামান্না।

ওই বার্তায় আরিয়ান আরও বলেন, ‘তাহসিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। আমাদের পরিচয় প্রায় ৭ বছরের। ইনশাআল্লাহ ঈদুল ফিতরের পর আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে।’ এ সময় সবার কাছে দোয়া চান এ নির্মাতা।