আন্তর্জাতিক ডেস্ক :
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করেছেন। একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাদের বিবাহ সম্পন্ন হয়। নেভে নামের তাদের পাঁচ বছর বয়সী এক মেয়ে রয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন তারা।
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি উপকূলীয় এলাকায় জেসিন্ডা ও গেফোর্ডের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানটি দেশটির রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরে অবস্থিত। তাদের বিয়েতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবসহ ৫০ থেকে ৭৫ জন অতিথি ছিলেন। নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ও বিরোধীদলীয় নেতাও উপস্থিত ছিলেন।
বিয়েতে জাসিন্ডা ডিজাইনার জুলিয়েটে হোগানের ডিজাইন করা একটি ধবধরে সাদা গাউন পড়েছিলেন। আরডেনের জুতা নেওয়া হয়েছে ক্যাওয়াস অ্যান্ড হারমোনির ডিজাইনের মাউন্ট মুঙ্গানাউ থেকে। মেয়ে নেভে বিয়ের অনুষ্ঠানে তার বাবার সঙ্গে আসে।
জাসিন্ডা-ক্লার্ক এক দশক ধরে একসঙ্গে থাকছেন। ২০২২ সালে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। তবে করোনা সংক্রমণের কারণে তখন দেশজুড়ে নিষেধাজ্ঞা জারি করেন নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তখন নিজের বিয়েও বাতিল করেন তিনি।
৪৩ বছর বয়সী জাসিন্ডা প্রায় ৫ বছর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। গত বছরের জানুয়ারিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলা জাসিন্ডা যে ভূমিকা নেন, সে জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হন।