বিনোদন ডেস্ক :
একদম চুপিসারে এক দশক পুরোনো প্রেমিক ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।
একটি সূত্রের বরাত দিয়ে নিউজ ১৮ জানিয়েছে, গত শনিবার বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। বুধবার (২০ মার্চ) থেকেই শুরু হয়েছিল বিয়ের প্রাক-প্রস্তুতি। শুধু দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বিয়েতে। সাত পাক ঘোরার ৪৮ ঘণ্টা পার হলেও এখনো মুখ খোলেননি তাপসী। সামনে আসেনি নবদম্পতির বিয়ের ছবিও। শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে বর ম্যাথিয়াস ক্যাথলিক। তাই শিখ ও খ্রিষ্টান দুই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তাদের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ফাঁস হয়েছে।
এক দশক ধরে প্রেম করে আসছিলেন তাপসী পান্নু ও ম্যাথিয়াস বো। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী-ম্যাথিয়াস। এসময় পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ, কণিকা ধিলো পাভাইল গুলাটিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পাভাইল গুলাটি ইনস্টাগ্রামে একটি ফটোও শেয়ার করেছেন যেখানে সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে বিয়ের পার্টিতে। যদিও ছবিতে তাপসী বা ম্যাথিয়াসকে দেখা যায়নি।
প্রতিবেদন অনুসারে, খুব শিগগির তাপসী পান্নু মুম্বাইয়ে বিয়ের পার্টির আয়োজন করবেন। যেখানে বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ জানাবেন তিনি। তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তাপসী। এমনকি বিয়ের কোনো ছবিও প্রকাশ করেননি।
একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাপসী-ম্যাথিয়াসের। পরবর্তীতে সম্পর্কে জড়ান এই জুটি। যদিও সম্পর্কে আড়ালেই রেখেছিলেন দুজন। তবে ২০২১ সালে এ সম্পর্কের কথা স্বীকার করেন তাপসী।
২০১০ সালে তেলেগু চলচ্চিত্র ‘ঝুমানড়ি নাদাম’ সিনেমার মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন তাপসী পান্নু। পরের বছরই ‘আড়ুকালাম’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান। ২০১২ সালে ‘চশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাপসীর। তবে ২০১৬ সালে বলিউডের ‘পিংক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান এই অভিনেত্রী। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’তে।