Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন গায়ক ইমরান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিয়ে করলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। বুধবার (২৪ মে) পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

সন্ধ্যায় ইমরান তার ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। বিয়ের ঘোষণা দিয়ে এতে ইমরান বলেন, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।

দোয়া চেয়ে ইমরান বলেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ইমরান বলেন, আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।

সবশেষ এ গায়ক সাফিয়া সাথীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, আমার জীবনের বিশেষ এই দিনের জন্য উপযুক্ত সাফিয়া সাথীর প্রতি কৃতজ্ঞতা।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ক্যারিয়ার শুরু হয়। ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন ইমরান। ইমরানের পরিবারের কেউই ছিলেন না শোবিজ অঙ্গনে। নানির ইচ্ছাতে সংগীত জগতে পা রাখেন তিনি।

চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮ আসরের প্রথম রানার আপ ছিলেন ইমরান। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন তিনি। এরপর আরফিন রুমির হাত ধরে প্রথম একক অ্যালবাম রিলিজ করেন ২০১১ সালে। অ্যালবামের নাম ‘স্বপ্নলোক’।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

বিয়ে করলেন গায়ক ইমরান

প্রকাশের সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

বিয়ে করলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। বুধবার (২৪ মে) পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

সন্ধ্যায় ইমরান তার ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। বিয়ের ঘোষণা দিয়ে এতে ইমরান বলেন, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।

দোয়া চেয়ে ইমরান বলেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ইমরান বলেন, আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।

সবশেষ এ গায়ক সাফিয়া সাথীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, আমার জীবনের বিশেষ এই দিনের জন্য উপযুক্ত সাফিয়া সাথীর প্রতি কৃতজ্ঞতা।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ক্যারিয়ার শুরু হয়। ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন ইমরান। ইমরানের পরিবারের কেউই ছিলেন না শোবিজ অঙ্গনে। নানির ইচ্ছাতে সংগীত জগতে পা রাখেন তিনি।

চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮ আসরের প্রথম রানার আপ ছিলেন ইমরান। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন তিনি। এরপর আরফিন রুমির হাত ধরে প্রথম একক অ্যালবাম রিলিজ করেন ২০১১ সালে। অ্যালবামের নাম ‘স্বপ্নলোক’।