বিনোদন ডেস্ক :
বছরের শুরুতেই সুখবর দিলেন আরমান মালিক। দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। ইনস্টাগ্রামে বিয়ের ছবি ভাগ করে নিয়ে এই সুখবর দিয়েছেন নবদম্পতিই।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নিজের বিয়ের ছবি শেয়ার করে সকলকে অবাক করেন তিনি। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরে নিলেন তিনি। বর এবং কনে দু’জনেই প্যাস্টেল শেডের পোশাকে টুইনিং করে বিয়ের মঞ্চে হাজির হন।
আশনাকে দেখা গেল কমলা লেহেঙ্গায়, আর আরমান বেছে নিয়েছিলেন প্যাস্টেল অরেঞ্জ শেরওয়ানি। বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, তু হি মেরা ঘর।
গায়কের স্ত্রী আশনা শ্রফ একজন স্বনামধন্য ফ্যাশন এবং বিউটি ভ্লগার, পাশাপাশি তিনি ইউটিউবারও। ২০২৩ সালে তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার খেতাব পান।
২০২৩ সালের আগস্টে বাগদান সারেন আরমান-আশনা। একই বছরের ২৮ আগস্ট ইনস্টাগ্রাম পোস্টে এ খবর জানান আরমান মালিক। বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবিও শেয়ার করেন এ গায়ক। বাগদানের প্রায় দেড় বছর পর বিয়ে করলেন এই যুগল।
প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে একেবারে চলচ্চিত্রের কায়দায় আংটি পরান আরমান। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমাদের চিরদিন একসঙ্গে থাকার সফর এখন থেকেই শুরু।’
বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। একাধারে তিনি সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট, প্রযোজকও। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, কন্নড়, পাঞ্জাবি, উর্দুসহ আরো বেশ কটি ভাষার গান কণ্ঠে তুলেছেন আরমান। তিনি গায়ক এবং সঙ্গীত পরিচালক আমাল মালিকের ছোট ভাই।