Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন অভিনেত্রী অর্ষা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ২১৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। বিয়েটা আগেই সেরে ফেলেছিলেন ছোটপর্দার এই অভিনেত্রী। কিন্তু অভিনেত্রী বিয়ের খবর জানালেন রোববার (১৪ জানুয়ারি)।

বর অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ইতিমধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন অর্ষা। ক্যাপশনে লিখেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।

418210654_2914455068693566_1950608309598007637_n

অভিনেত্রী বিয়ে করেছেন নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। জানা গেছে, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তাঁরা।

এদিকে ছবিগুলো পোস্ট করতেই মন্তব্যের ঘরে অর্ষাকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনন্দন, তোমাকে ভাবী ডাকব নাকি ইমরান ভাইকে দুলাভাই ডাকব?’ অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘আরে বাহ! দারুণ খবর! আনন্দময় হোক জীবন! উল্লাস!’ অভিনেত্রী তানভিন সুইটি লিখেছেন, ‘অভিনন্দন! খুব খুশি হলাম।তোমাদের নতুন জীবন আনন্দে ভরে উঠুক।’

বিয়েব খবর জানতে যোগাযোগ করা হলে এই অভিনেত্রী বলেন, গত ৬/৭ মাস ধরেই আমাদের বিয়ের বিষয়ে দুই পরিবারে আলোচনা হচ্ছে। ইমরান আমার বন্ধু, আমাদের বোঝাপড়াটা ভালো। এরমধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেওয়া হয়। মা কিছুটা সুস্থ হলে আইসিইউ থেকে ফেরেন। এরপর তিনি উঠেপড়ে লেগে যান, বিয়ের বিষয়টি শেষ করতে। সেভাবেই আমাদের বিয়েটা হলো।’

‘জাহান’ ও ‘সাহস’ ওয়েবফিল্মসহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান।

চরকি ফ্লিক ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। ‘সাহস’-এ এই জুটিকে দেখা গিয়েছিলো স্বামী-স্ত্রীর চরিত্রে। প্রশংসিত সেই সিনেমার পর চরকির শর্টফিল্ম জাহানেও স্বামী-স্ত্রীর চরিত্র রূপদান করেছিলন এই দুই তারকা! এবার বাস্তব জীবনেই স্বামী-স্ত্রী হওয়ার খবর দিলেন অর্ষা!

সহকর্মী ইমরানকে বিয়ে করেছেন অভিনেত্রী অর্ষা

নাজিয়া হক অর্ষা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পদার্পণ করেন। তারপর থেকে টেলিভিশন নাটকে সরব উপস্থিতি। চলতি সময়ে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করছেন। তিনি নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে অভিনয় করেন।

অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। মহনগর ও কাইজার ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

বিয়ে করলেন অভিনেত্রী অর্ষা

প্রকাশের সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। বিয়েটা আগেই সেরে ফেলেছিলেন ছোটপর্দার এই অভিনেত্রী। কিন্তু অভিনেত্রী বিয়ের খবর জানালেন রোববার (১৪ জানুয়ারি)।

বর অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ইতিমধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন অর্ষা। ক্যাপশনে লিখেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।

418210654_2914455068693566_1950608309598007637_n

অভিনেত্রী বিয়ে করেছেন নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। জানা গেছে, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তাঁরা।

এদিকে ছবিগুলো পোস্ট করতেই মন্তব্যের ঘরে অর্ষাকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনন্দন, তোমাকে ভাবী ডাকব নাকি ইমরান ভাইকে দুলাভাই ডাকব?’ অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘আরে বাহ! দারুণ খবর! আনন্দময় হোক জীবন! উল্লাস!’ অভিনেত্রী তানভিন সুইটি লিখেছেন, ‘অভিনন্দন! খুব খুশি হলাম।তোমাদের নতুন জীবন আনন্দে ভরে উঠুক।’

বিয়েব খবর জানতে যোগাযোগ করা হলে এই অভিনেত্রী বলেন, গত ৬/৭ মাস ধরেই আমাদের বিয়ের বিষয়ে দুই পরিবারে আলোচনা হচ্ছে। ইমরান আমার বন্ধু, আমাদের বোঝাপড়াটা ভালো। এরমধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেওয়া হয়। মা কিছুটা সুস্থ হলে আইসিইউ থেকে ফেরেন। এরপর তিনি উঠেপড়ে লেগে যান, বিয়ের বিষয়টি শেষ করতে। সেভাবেই আমাদের বিয়েটা হলো।’

‘জাহান’ ও ‘সাহস’ ওয়েবফিল্মসহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান।

চরকি ফ্লিক ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। ‘সাহস’-এ এই জুটিকে দেখা গিয়েছিলো স্বামী-স্ত্রীর চরিত্রে। প্রশংসিত সেই সিনেমার পর চরকির শর্টফিল্ম জাহানেও স্বামী-স্ত্রীর চরিত্র রূপদান করেছিলন এই দুই তারকা! এবার বাস্তব জীবনেই স্বামী-স্ত্রী হওয়ার খবর দিলেন অর্ষা!

সহকর্মী ইমরানকে বিয়ে করেছেন অভিনেত্রী অর্ষা

নাজিয়া হক অর্ষা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পদার্পণ করেন। তারপর থেকে টেলিভিশন নাটকে সরব উপস্থিতি। চলতি সময়ে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করছেন। তিনি নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে অভিনয় করেন।

অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। মহনগর ও কাইজার ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি।