Dhaka শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দীর্ঘদিনের প্রেম এবার পরিণয়ে পূর্ণতা পেল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা পার্থ শেখ। তাঁর জীবনসঙ্গিনী হলেন বহুদিনের চেনা প্রিয় মুখ সামিহা রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ফেসবুকে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে তোলা ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ।

পার্থ শেখের বিয়েতে শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। বেশ কিছু বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাবা সারিকা। ক্যাপশনে লেখেন, “বিয়ে মোবারক।” নির্মাতা রাফাত মজুমদার লিখেছেন, নতুন জীবন সুন্দর হোক।” তাদের ফেসবুক পোস্টে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন।

ছোট পর্দায় বর্তমান সময়ের অন্যতম পরিচিত ও ব্যস্ত মুখ পার্থ শেখ। মডেলিং ও সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের কোনো দৃশ্য নয়, বরং বাস্তব জীবনেই বসলেন বিয়ের পিঁড়িতে।

দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণ অভিনেতা। পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে তিনি শুভকামনা জানিয়েছেন। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, বর-বধু সাজে পার্থ ও সামিহা হাস্যোজ্জ্বল মুখে পোজ দিয়েছেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু। জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

২০১৭ সালে পরিচালক অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনের মাধ্যমে পার্থর শোবিজে যাত্রা শুরু হয়। অভিনয়ের খুঁটিনাটি শিখতে তিনি ২০২০ সালে ‘প্রাচ্যনাট’ থেকে কোর্স সম্পন্ন করেন। সম্প্রতি নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাকে ওয়েব সিরিজেও কাজ করছেন। অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে অল্প সময়ে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন।

পার্থ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে অনুতপ্ত, প্রথম প্রেমের গল্প, নিরুদ্দেশ, মেঘফুল, বড্ড মায়া লাগে, যে প্রেম হারায় দূরে, চিলেকোঠার সংসার, জানি তুমি আসবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ

প্রকাশের সময় : ০৭:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

বিনোদন ডেস্ক : 

দীর্ঘদিনের প্রেম এবার পরিণয়ে পূর্ণতা পেল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা পার্থ শেখ। তাঁর জীবনসঙ্গিনী হলেন বহুদিনের চেনা প্রিয় মুখ সামিহা রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ফেসবুকে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে তোলা ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ।

পার্থ শেখের বিয়েতে শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। বেশ কিছু বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাবা সারিকা। ক্যাপশনে লেখেন, “বিয়ে মোবারক।” নির্মাতা রাফাত মজুমদার লিখেছেন, নতুন জীবন সুন্দর হোক।” তাদের ফেসবুক পোস্টে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন।

ছোট পর্দায় বর্তমান সময়ের অন্যতম পরিচিত ও ব্যস্ত মুখ পার্থ শেখ। মডেলিং ও সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের কোনো দৃশ্য নয়, বরং বাস্তব জীবনেই বসলেন বিয়ের পিঁড়িতে।

দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণ অভিনেতা। পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে তিনি শুভকামনা জানিয়েছেন। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, বর-বধু সাজে পার্থ ও সামিহা হাস্যোজ্জ্বল মুখে পোজ দিয়েছেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু। জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

২০১৭ সালে পরিচালক অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনের মাধ্যমে পার্থর শোবিজে যাত্রা শুরু হয়। অভিনয়ের খুঁটিনাটি শিখতে তিনি ২০২০ সালে ‘প্রাচ্যনাট’ থেকে কোর্স সম্পন্ন করেন। সম্প্রতি নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাকে ওয়েব সিরিজেও কাজ করছেন। অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে অল্প সময়ে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন।

পার্থ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে অনুতপ্ত, প্রথম প্রেমের গল্প, নিরুদ্দেশ, মেঘফুল, বড্ড মায়া লাগে, যে প্রেম হারায় দূরে, চিলেকোঠার সংসার, জানি তুমি আসবে।