বিনোদন ডেস্ক :
ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিবাহবার্ষিকী। কীভাবে উদযাপন করবেন তা নিয়েই হয়তো ভাবছিলেন টলিউড অভিনেত্রী পৌষমিতা গৌস্বামী। কিন্তু তার আগেই সব শেষ। হারাতে হলো স্বামী অর্ণব রায়কে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন টলিউডের এই প্রযোজক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘মিঠিঝোরা’ সিরিয়ালে বর্তমানে অভিনয় করছেন পৌষমিতা। স্বামীহারা ‘নন্দিনী’র চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ধারাবাহিকের গল্পই যেন মিলে গেল বাস্তবে। আজ শুক্রবার সকালে এক দুঃসংবাদেই তোলপাড় টলিপাড়া। আগামী ফেব্রুয়ারি মাসেই পৌষমিতা-অর্ণবের একসঙ্গে পথচলার বর্ষপূর্তি। তবে তার আগেই চিরবিদায় নিলেন অর্ণব।
ভালোবেসে বিয়ে করেছিলেন পৌষমিতা ও অর্ণব। সম্পর্কের শুরুটা হয়েছিল ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের সেটে। সেখান থেকেই কাছাকাছি আসা। পরে একে অপরকে পথচলার সঙ্গী স্থির করেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিক মতে সাত পাকে বাঁধা পড়েন পৌষমিতা-অর্ণব। এক বছর সম্পূর্ণ হয়ার আগেই থেমে গেল একসঙ্গে পথচলা।