বিনোদন ডেস্ক :
উৎসবের মৌসুমে টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার অভিনেত্রী স্ত্রী শ্রীময়ীর ঘরে এসেছ ফুটফুটে রাজকন্যা। বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় সবাইকে চমকে দিয়ে মা-বাবা হওয়ার খবর দিয়েছেন এই দম্পতি।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। হিন্দুস্তান টাইমসকে এ খবর নিশ্চিত করেছেন কাঞ্চন মল্লিক।
কালীপুজার রাতেই মেয়ের মা হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। মেয়ের জন্ম দিয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
কাঞ্চন-শ্রীময়ী তাদের রাজকন্যার নাম রেখেছেন কৃষভি। ভগবান কৃষ্ণের আরেকটি নাম কৃষভি। যার অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন তারা।
দুজনের বয়সের ফারাক বিস্তর। কাঞ্চনের চেয়ে ২৭ বছরের ছোট তার তৃতীয় স্ত্রী। অভিনেতার বর্তমান বয়স ৫৪ বছর। বিয়ের মাত্র ৮ মাসের মাথায় তাদের সংসারে নতুন অতিথি আগমনের খবর অবাক করেছে ভক্তদেরও।
এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স দেন কাঞ্চন। আর ঠিক এক মাস পরেই, চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি আইনি কাগজে সই করে বিয়ে করে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর ২রা মার্চ সাত পাক ঘোরেন। অর্থাৎ আইনি বিয়ের আট মাসের মাথায় মা হয়েছেন শ্রীময়ী।
মেয়ের বাবা হয়ে আনন্দে আত্মহারা কাঞ্চন। হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেন, ‘আমি ছিলাম ওটিতে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে….।আমার বাড়িতে কালীপুজা হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওদের জন্য প্রার্থনা করুন। যেন মা-মেয়ে ভালো থাকে’।
কাঞ্চনের কন্যা সন্তান আসার খবরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে সাধারণ জনগন। এমনকী, শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী পিঙ্কিও। মা-মেয়ে দুজনেরই সুস্বাস্থ্যের কামনা করেছেন তিনি।
রোববার (৩ নভেম্বর) বিকালে শ্রীময়ী তার ফেসবুকে বেশ কটি বেবি বাম্পের ছবি শেয়ার করেন। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘এটা একটা লম্বা জার্নি। ৯ মাসের যাত্রা ছিল। এই যাত্রায় অসংখ্য আবেগঘন মুহূর্ত, শারীরিক নানা ওঠানামা ছিল। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। আমার পরি এসেছে। ওকে নিজের চোখে দেখার পর অনুধাবন করেছি, সেই সব যন্ত্রণা, আবেগের ওঠানামা এই আনন্দের কাছে কিছুই না।’
অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সি কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন।
মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়েছিল। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথাও বলেছেন কাঞ্চন-শ্রীময়ী।