বিনোদন ডেস্ক :
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় হয়ে গেল তার গায়েহলুদ। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে এই তারকার গায়ে হলুদের বেশ কিছু ছবি। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেছেন তিনি। তার বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে।
জানা গেছে, বেশ কিছু দিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ ও মৌসুমী হামিদ। এর পর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।
যদিও বিয়ে প্রসঙ্গে দুজনের কেউ-ই এখনো মুখ খোলেননি। তবে বুধবার রাতেই তাদের গায়েহলুদের একাধিক ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে নবদম্পতিকে শুভকামনা জানাতে দেখা গেছে সহকর্মীদের।
তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।
এদিকে বিয়ের খবরে মৌসুমী হামিদকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মীরা। নব দম্পতির ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তারা। এক শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, খুব খুশি তোমার জন্য। নতুন জীবনের জন্য শুভকামনা মৌসুমী।
গত কয়েকদিন আগেই শোনা গিয়েছিল মৌসুমীর বিয়ের গুঞ্জন। সে সময় অভিনেত্রীকে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো বিয়ে করিনি। যদি এমন কিছু করি তাহলে সবাইকে জানিয়েই করব।
তাহলে বিয়ের বিষয়টি কী সম্পূর্ণ গুজব? এমনটাও বলতে নারাজ এই অভিনেত্রী। তার ভাষায়, ‘যতক্ষণ না বিয়ের সবকিছু চূড়ান্ত হচ্ছে, তার আগে কিছু বলা যাবে না। দোয়া করেন, গুজব যেন সত্যি হয়। আশা করি, কিছুদিনের মধ্যে আপনাদের একটি খবর দিতে পারব।’
উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌসুমী হামিদ। এর পর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।
এ ছাড়া এই অভিনেত্রীর আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হচ্ছে— সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।