Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রোশান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

চিত্রনায়ক জিয়াউল রোশান তিন বছর আগে বিয়ে করেছেন। কিন্তু এতদিন খবরটি সবার অজানা ছিল। শনিবার (৬ মে) নিজের ফেইসবুকে দুটি ছবি শেয়ার করেছেন রোশান। তবে বিয়ে নিয়ে বিস্তারিত কিছুই লেখেননি রোশান।

শনিবার (৬ মে) রোশান তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি!’ পাশে একটি লাভ ইমোজি জুড়ে দেন।

জানা গেছে, রোশানের স্ত্রী তাহসিন এশার জন্ম ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে। এশা শোবিজ জগতের কেউ নন। ফেসবুকে তাদের দু’জনের পরিচয় হয়।

এরপর দুই মাস ফোনে কথা বলার পর ঢাকার একটি রেস্টুরেন্টে দেখাও করেন তারা। তখনো কেউ কাউকে ‘ভালোবাসি’ বলেননি। মাস দু’য়েক সময় নেন একে অন্যকে বুঝতে। এরপর সম্পর্কে জড়ান রোশান ও এশা।

roshan

মন্তব্যের ঘরে দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন রোশানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

তার প্রকাশ করা ছবির বিষয়ে জানতে ফোন করলে হলে রোশান বলেন, আমরা তিন বছর আগেই বিয়ে করেছি। পাত্রীর নাম তাহসিনা ওয়াজেদ এশা।

বিয়ের বিষয়ে রোশান বলেন, আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। এখন কাছের কিছু মানুষ ও দুই পরিবারের মানুষদের নিয়ে জাস্ট একটি গেট টুগেদার করছি। খুবই সিলেকটিভ কিছু মানুষ এই আয়োজনে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া ছবি; ‘পাপ’ ও ‘জ্বীন’। কাকতালীয়ভাবে দুটোই আবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রোশান

প্রকাশের সময় : ০৮:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

চিত্রনায়ক জিয়াউল রোশান তিন বছর আগে বিয়ে করেছেন। কিন্তু এতদিন খবরটি সবার অজানা ছিল। শনিবার (৬ মে) নিজের ফেইসবুকে দুটি ছবি শেয়ার করেছেন রোশান। তবে বিয়ে নিয়ে বিস্তারিত কিছুই লেখেননি রোশান।

শনিবার (৬ মে) রোশান তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি!’ পাশে একটি লাভ ইমোজি জুড়ে দেন।

জানা গেছে, রোশানের স্ত্রী তাহসিন এশার জন্ম ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে। এশা শোবিজ জগতের কেউ নন। ফেসবুকে তাদের দু’জনের পরিচয় হয়।

এরপর দুই মাস ফোনে কথা বলার পর ঢাকার একটি রেস্টুরেন্টে দেখাও করেন তারা। তখনো কেউ কাউকে ‘ভালোবাসি’ বলেননি। মাস দু’য়েক সময় নেন একে অন্যকে বুঝতে। এরপর সম্পর্কে জড়ান রোশান ও এশা।

roshan

মন্তব্যের ঘরে দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন রোশানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

তার প্রকাশ করা ছবির বিষয়ে জানতে ফোন করলে হলে রোশান বলেন, আমরা তিন বছর আগেই বিয়ে করেছি। পাত্রীর নাম তাহসিনা ওয়াজেদ এশা।

বিয়ের বিষয়ে রোশান বলেন, আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। এখন কাছের কিছু মানুষ ও দুই পরিবারের মানুষদের নিয়ে জাস্ট একটি গেট টুগেদার করছি। খুবই সিলেকটিভ কিছু মানুষ এই আয়োজনে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া ছবি; ‘পাপ’ ও ‘জ্বীন’। কাকতালীয়ভাবে দুটোই আবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা।