Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানের গ্যাংস্টারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : 

লাহোরের আন্ডারওয়ার্ল্ড ডন আমির বালাজ টিপু দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তিনি একটি পণ্য পরিবহণ নেটওয়ার্কের মালিক ছিলেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) চুং এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এক অজ্ঞাত আততায়ীর গুলিতে আহত হন বালাজ। পরে জিন্নাহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমির বালাজ টিপু আরিফ আমির ওরফে টিপু ট্রাকওয়ালার ছেলে, যিনি নিজেও ২০১০ সালে আল্লামা ইকবাল বিমানবন্দরে একটি মারাত্মক হামলার শিকার হয়েছিলেন এবং বন্দুকযুদ্ধে আহত হয়ে মারা যান। জানা যায়, বালাজের দাদাও বহু পুরনো বিবাদে জড়িয়ে পড়েছিলেন, যা পারিবারিক সহিংসতার ইতিহাসকে তুলে ধরে।

পুলিশ রিপোর্ট অনুসারে, ওই আততায়ী বালাজ ও অন্য দুই অতিথিকে লক্ষ্য করে গুলি চালায় এবং এতে তারা গুরুতর আহত হন। বালাজের সশস্ত্র সহযোগীরা দ্রুত পাল্টা জবাব দিলে আক্রমণকারীর তাৎক্ষণিক মৃত্যু হয়। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, আমির বালাজ টিপুকে লাহোর আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। সূত্র: দ্য ডন।

আবহাওয়া

বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানের গ্যাংস্টারকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১২:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

লাহোরের আন্ডারওয়ার্ল্ড ডন আমির বালাজ টিপু দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তিনি একটি পণ্য পরিবহণ নেটওয়ার্কের মালিক ছিলেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) চুং এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এক অজ্ঞাত আততায়ীর গুলিতে আহত হন বালাজ। পরে জিন্নাহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমির বালাজ টিপু আরিফ আমির ওরফে টিপু ট্রাকওয়ালার ছেলে, যিনি নিজেও ২০১০ সালে আল্লামা ইকবাল বিমানবন্দরে একটি মারাত্মক হামলার শিকার হয়েছিলেন এবং বন্দুকযুদ্ধে আহত হয়ে মারা যান। জানা যায়, বালাজের দাদাও বহু পুরনো বিবাদে জড়িয়ে পড়েছিলেন, যা পারিবারিক সহিংসতার ইতিহাসকে তুলে ধরে।

পুলিশ রিপোর্ট অনুসারে, ওই আততায়ী বালাজ ও অন্য দুই অতিথিকে লক্ষ্য করে গুলি চালায় এবং এতে তারা গুরুতর আহত হন। বালাজের সশস্ত্র সহযোগীরা দ্রুত পাল্টা জবাব দিলে আক্রমণকারীর তাৎক্ষণিক মৃত্যু হয়। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, আমির বালাজ টিপুকে লাহোর আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। সূত্র: দ্য ডন।