Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিমানে যুক্ত হচ্ছে নতুন ১০ এয়ারবাস

নিজস্ব প্রতিবেদক : 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রীসেবার মান উন্নয়নে ১০টি এয়ারবাস কিনবে। নতুন নতুন গন্তব্যে ডানা মেলবে বিমান- চলছে সে প্রস্তুতিও। এ সংক্রান্ত একটি প্রস্তাব পরিচালনা পর্ষদের বোর্ডে অনুমোদন পেয়েছে। বুধবার (৩ মে) বিমানের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনের সভাপতিত্বে পর্ষদের বৈঠকে কেনার বিষয়টি চূড়ান্ত হয়।

বৃহস্পতিবার (৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈশ্বিক সঙ্কটে ডলারের উচ্চমূল্যের প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যয়ের খাতা ভারি হচ্ছে প্রতিদিন। তাই এবার ব্যয় কমানোর পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে বিদেশে জিএসএ অফিসে লোকবল কমানো, পরিচালনা খরচ কমিয়ে বিদেশি মুদ্রা সাশ্রয়ে মনোযোগী হচ্ছে বিমান। বিভিন্ন খাতে আয় বাড়ানোসহ মার্কেটিং ও প্রচারণা বাড়াতেও পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি।

নতুন নতুন গন্তব্যে ডানা মেলতে বিমানের বহরে এবার নতুন উড়োজাহাজ সংযোজনের উদ্যোগ নিচ্ছে সরকার। বোয়িং এর আধুনিক প্রজন্মের উড়োজাহাজের পর এবার বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের নতুন উড়োজাহাজ। যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি লাভের পথে হাঁটতে চায় সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বোর্ড মিটিংয়ে বিমানের বহর আরও শক্তিশালী করতে নতুন ১০টি এয়ারক্রাফট কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে জি-টু-জি পদ্ধতিতে এগুলো কেনা হবে।

২০২৬ সালে দুটি এয়ারবাস বহরে যুক্ত হবে। বাকিগুলো পর্যায়ক্রমে যুক্ত হবে। এখন বিমানের পরিচালনা পর্ষদ ক্রয় পদ্ধতি, দাম, অর্থের উৎসসহ নানা টেকনিক্যাল বিষয় যুক্ত করে একটি প্রফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে। বিমানবহরে নতুন এয়ারক্রাফটগুলো যুক্ত হলে বন্ধ রুটসহ নতুন নতুন রুট চালু হবে।

বর্তমানে বিমান বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ২১টি। ১০টি নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ৩১টি। বিমানের এক কর্মকর্তা জানান, ১৯৭২ সালের ৭ মার্চ চট্টগ্রাম ও সিলেটে এবং ৯ মার্চ যশোরে একটি ফ্লাইটের মাধ্যমে আকাশে উড়ে বিমান।

এভাবেই শুরু হয়েছিল বিমানের অভ্যন্তরীণ কার্যক্রম। অভ্যন্তরীণ ফ্লাইটের তিনদিন আগে অর্থাৎ ৪ মার্চ ১৭৯ জন যাত্রীকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার মাধ্যমে বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা শুরু হয়।

আন্তর্জাতিক রুটে যাত্রী এবং মালামাল পরিবহনের পাশাপাশি অভ্যন্তরীণ সেবাও দিয়ে থাকে বিমান। বিশ্বের প্রায় ৪২টি দেশের সঙ্গে এর আকাশ সেবার চুক্তি থাকলেও মাত্র ১৬টি দেশে এখন কার্যক্রম বিদ্যমান।

দেশের জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি প্রধানত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

বিমানে যুক্ত হচ্ছে নতুন ১০ এয়ারবাস

প্রকাশের সময় : ০৪:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রীসেবার মান উন্নয়নে ১০টি এয়ারবাস কিনবে। নতুন নতুন গন্তব্যে ডানা মেলবে বিমান- চলছে সে প্রস্তুতিও। এ সংক্রান্ত একটি প্রস্তাব পরিচালনা পর্ষদের বোর্ডে অনুমোদন পেয়েছে। বুধবার (৩ মে) বিমানের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনের সভাপতিত্বে পর্ষদের বৈঠকে কেনার বিষয়টি চূড়ান্ত হয়।

বৃহস্পতিবার (৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈশ্বিক সঙ্কটে ডলারের উচ্চমূল্যের প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যয়ের খাতা ভারি হচ্ছে প্রতিদিন। তাই এবার ব্যয় কমানোর পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে বিদেশে জিএসএ অফিসে লোকবল কমানো, পরিচালনা খরচ কমিয়ে বিদেশি মুদ্রা সাশ্রয়ে মনোযোগী হচ্ছে বিমান। বিভিন্ন খাতে আয় বাড়ানোসহ মার্কেটিং ও প্রচারণা বাড়াতেও পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি।

নতুন নতুন গন্তব্যে ডানা মেলতে বিমানের বহরে এবার নতুন উড়োজাহাজ সংযোজনের উদ্যোগ নিচ্ছে সরকার। বোয়িং এর আধুনিক প্রজন্মের উড়োজাহাজের পর এবার বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের নতুন উড়োজাহাজ। যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি লাভের পথে হাঁটতে চায় সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বোর্ড মিটিংয়ে বিমানের বহর আরও শক্তিশালী করতে নতুন ১০টি এয়ারক্রাফট কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে জি-টু-জি পদ্ধতিতে এগুলো কেনা হবে।

২০২৬ সালে দুটি এয়ারবাস বহরে যুক্ত হবে। বাকিগুলো পর্যায়ক্রমে যুক্ত হবে। এখন বিমানের পরিচালনা পর্ষদ ক্রয় পদ্ধতি, দাম, অর্থের উৎসসহ নানা টেকনিক্যাল বিষয় যুক্ত করে একটি প্রফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে। বিমানবহরে নতুন এয়ারক্রাফটগুলো যুক্ত হলে বন্ধ রুটসহ নতুন নতুন রুট চালু হবে।

বর্তমানে বিমান বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ২১টি। ১০টি নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ৩১টি। বিমানের এক কর্মকর্তা জানান, ১৯৭২ সালের ৭ মার্চ চট্টগ্রাম ও সিলেটে এবং ৯ মার্চ যশোরে একটি ফ্লাইটের মাধ্যমে আকাশে উড়ে বিমান।

এভাবেই শুরু হয়েছিল বিমানের অভ্যন্তরীণ কার্যক্রম। অভ্যন্তরীণ ফ্লাইটের তিনদিন আগে অর্থাৎ ৪ মার্চ ১৭৯ জন যাত্রীকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার মাধ্যমে বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা শুরু হয়।

আন্তর্জাতিক রুটে যাত্রী এবং মালামাল পরিবহনের পাশাপাশি অভ্যন্তরীণ সেবাও দিয়ে থাকে বিমান। বিশ্বের প্রায় ৪২টি দেশের সঙ্গে এর আকাশ সেবার চুক্তি থাকলেও মাত্র ১৬টি দেশে এখন কার্যক্রম বিদ্যমান।

দেশের জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি প্রধানত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়।