নিজস্ব প্রতিবেদক :
পাকিস্তান ও ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টরন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইটসমূহের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো বিজি৩০৫/৩০৬ ফ্লাইটের ছেড়ে যাওয়ার সময় বুধবার দিবাগত রাত ৩টার পরিবর্তে বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৩টা ৪৫ মিনিটে নির্ধারণ করা হয়েছে। তবে টরন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত রয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের
ঢাকা-লন্ডন বিজি২০১/২০২ ফ্লাইট বুধ, শুক্র, শনি, রোববার ঢাকা থেকে সকাল ৭টার পরিবর্তে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত। ঢাকা-লন্ডন বিজি২০১/২০২ ফ্লাইট বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৮টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ৫০ মিনিট ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। তবে লন্ডন থেকে ছাড়ার সসয় অপরিবর্তিত রয়েছে।
এছাড়া ঢাকা-রোম বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইট ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটের পরিবর্তে বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। রোম থেকে প্রস্থানের সময় অপরিবর্তিত।
যাত্রীদের নির্ধারিত সময় অনুসারে চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।