বিনোদন ডেস্ক :
করিনা কাপুর, তব্বু ও কৃতি শ্যানন বলিউডের তিন নায়িকাকে দেখা গেল লাল বিমানবালার পোশাকে। ক্রু ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক এটি। সামাজিক মাধ্যমে নিজেদের এই লুক পোস্ট করেছেন তারা।
তিন অভিনেত্রীই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফার্স্ট লুক শেয়ার করেছেন।
ফার্স্ট লুকে দেখা গেছে, বিমানবালার বেশে তিন অভিনেত্রীকেই লাল ওভার কোট, সাদা শার্ট এবং মাথায় ছোট নীল টুপি পরে থাকতে দেখা গেছে। সঙ্গে চুলটাকে সকলেই খোঁপা করে বেঁধে রেখেছেন।
জানা গেছে, রীতিমতো রোলার কোস্টারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই সিনেমাতে।
রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন একতা কাপুর ও রেহা কাপুর। এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২২ মার্চ। এখন এই ছবিটি পিছিয়ে মুক্তি পাবে ২৯ মার্চ।
এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে। অন্যান্য চরিত্রে আছেন দিলজিৎ দোসাঁঝ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে কপিল শর্মার। এই ৩ নায়িকার পোশাক দেখেই স্পষ্ট. তাদের দেখা যাবে বিমানসেবিকার লুকে। তবে সেটাই কি তাদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।
সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে।