Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক : 

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) জোটের সাত সদস্য দেশের মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম বৈঠকের আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য ওই চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার বক্তব্যে একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পারস্পরিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সঠিকভাবে বাস্তবায়ন করতে চাইলে আঞ্চলিক বাণিজ্য গুরুত্বপূর্ণ। বাণিজ্যে সঠিক অগ্রগতি অর্জনের মাধ্যমে বাস্তবমুখী ও সহযোগিতাপূর্ণ ফলাফল পাওয়া সম্ভব।

এছাড়া, বৈঠকে অংশগ্রহণকারীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া আলোচ্যসূচি তৈরি করেছেন। শুক্রবার আলোচনার সময় এটি যাচাই করা হবে।

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই

প্রকাশের সময় : ০৪:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) জোটের সাত সদস্য দেশের মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম বৈঠকের আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য ওই চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার বক্তব্যে একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পারস্পরিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সঠিকভাবে বাস্তবায়ন করতে চাইলে আঞ্চলিক বাণিজ্য গুরুত্বপূর্ণ। বাণিজ্যে সঠিক অগ্রগতি অর্জনের মাধ্যমে বাস্তবমুখী ও সহযোগিতাপূর্ণ ফলাফল পাওয়া সম্ভব।

এছাড়া, বৈঠকে অংশগ্রহণকারীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া আলোচ্যসূচি তৈরি করেছেন। শুক্রবার আলোচনার সময় এটি যাচাই করা হবে।