স্পোর্টস ডেস্ক :
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। আসন্ন আসর শুরুর আগে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদেরকে দিতে হবে রিটেইন এবং ডিরেক্ট সাইনিং লিস্ট। তবে এবার পরিস্থিতি ভিন্ন। রাজনৈতিক বাস্তবতায় অনেক কিছুই বদলে গেছে। যার জন্য প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের বিপিএলের খেলা নিয়ে।
সম্প্রতি লাল বলের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবং মিরপুরে দক্ষিণ আফ্রিকার সিরিজ দিয়ে অবসরের যেতে চেয়েছেন তিনি। কিন্তু তার রাজনৈতিক কারনে নানা মামলা ইস্যুতে দেশে সাকিবের নিরাপত্তার বিষয়টিও ঝুলে আছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবে না।
ফলে আসন্ন বিপিএলে সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এবার সাকিবের বিষয়টি নিয়ে খুলল রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। শনিবার (৫ অক্টোবর) বিসিবি সভাপতির সঙ্গে আলাপ শেষে গণমাধ্যমে কথা বলেন রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। সম্ভব হলে সাকিবকে নিয়েই বিপিএলে খেলার ইচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির।
সাকিব প্রসঙ্গে তানিম বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার এভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএলও খেলতে আসবে। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারবো নাকি না।’
সাকিবের বিপিএলে খেলা দেশের সবাই দেখতে চায় বলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুত দেখতে চাই, এটা সম্ভব না।’
‘ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’