Dhaka শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে আবার আসছেন মালিক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

তিন ম্যাচ খেলে বিপিএল ছেড়েছিলেন ফরচুন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। বাংলাদেশ থেকে দুবাই উড়াল দিয়েছিলেন তিনি। তখন জানা যায়, শোয়েব বরিশালের হয়ে আর খেলতে আসবেন না। কিন্তু বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি আসরে আবারও শোয়েবকে তাদের জার্সিতে দেখা যাবে।

ঢাকা পর্বের পর চলছে বিপিএলের সিলেট পর্ব। সিলেট পর্বের শেষ ম্যাচ ৩ ফেব্রুয়ারি। ওইদিন প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামবে বরিশাল। সে ম্যাচেই দেখা যাবে শোয়েব মালিককে।

ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলেছিলেন শোয়েব। যদিও কোনোটিতেই নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ব্যাট হাতে ২৯ রান আর বল হাতে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। এমন পারফরম্যান্সের পাশাপাশি তার নাম জড়িয়ে ফিক্সিংয়ের গুঞ্জন উঠে। খুলনা টাইগার্সের বিপক্ষে তিনটি নো-বল করেন তিনি। নো-বল করার সময় পা পপিং ক্রিজের অনেকটা দূরে চলে যায়।

ফিক্সিংয়ের বিষয়টি অস্বীকার করে বরিশাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে শোয়েব মালিকও পরে মুখ খুলেন। এক্সে লম্বা এক বিবৃতি দিয়ে শোয়েব বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে, এসব ভিত্তিহীন গুজব। প্রত্যেকের উচিত তথ্য ছড়িয়ে দেওয়ার আগে যাচাই করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজব অনেকের ক্ষতিসাধন করতে পারে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করতে পারে। আসুন সঠিকটাকে প্রাধান্য দিই।’

লম্বা পোস্টে শোয়েব আরও লেখেন, ‘ফরচুন বরিশালে আমার অবস্থান সম্পর্কে কিছু কথা বলতে চাই। সাম্প্রতিক সময়ে কিছু গুজব হচ্ছে, এগুলোতে বিশ্বাস করবেন না। এমন কিছুই হয়নি। আমাদের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আলোচনা করেই আমি দুবাইয়ে এসেছি। দলের দরকার হলে আমি আবার যাব।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিপিএলে আবার আসছেন মালিক

প্রকাশের সময় : ০৮:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

তিন ম্যাচ খেলে বিপিএল ছেড়েছিলেন ফরচুন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। বাংলাদেশ থেকে দুবাই উড়াল দিয়েছিলেন তিনি। তখন জানা যায়, শোয়েব বরিশালের হয়ে আর খেলতে আসবেন না। কিন্তু বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি আসরে আবারও শোয়েবকে তাদের জার্সিতে দেখা যাবে।

ঢাকা পর্বের পর চলছে বিপিএলের সিলেট পর্ব। সিলেট পর্বের শেষ ম্যাচ ৩ ফেব্রুয়ারি। ওইদিন প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামবে বরিশাল। সে ম্যাচেই দেখা যাবে শোয়েব মালিককে।

ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলেছিলেন শোয়েব। যদিও কোনোটিতেই নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ব্যাট হাতে ২৯ রান আর বল হাতে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। এমন পারফরম্যান্সের পাশাপাশি তার নাম জড়িয়ে ফিক্সিংয়ের গুঞ্জন উঠে। খুলনা টাইগার্সের বিপক্ষে তিনটি নো-বল করেন তিনি। নো-বল করার সময় পা পপিং ক্রিজের অনেকটা দূরে চলে যায়।

ফিক্সিংয়ের বিষয়টি অস্বীকার করে বরিশাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে শোয়েব মালিকও পরে মুখ খুলেন। এক্সে লম্বা এক বিবৃতি দিয়ে শোয়েব বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে, এসব ভিত্তিহীন গুজব। প্রত্যেকের উচিত তথ্য ছড়িয়ে দেওয়ার আগে যাচাই করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজব অনেকের ক্ষতিসাধন করতে পারে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করতে পারে। আসুন সঠিকটাকে প্রাধান্য দিই।’

লম্বা পোস্টে শোয়েব আরও লেখেন, ‘ফরচুন বরিশালে আমার অবস্থান সম্পর্কে কিছু কথা বলতে চাই। সাম্প্রতিক সময়ে কিছু গুজব হচ্ছে, এগুলোতে বিশ্বাস করবেন না। এমন কিছুই হয়নি। আমাদের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আলোচনা করেই আমি দুবাইয়ে এসেছি। দলের দরকার হলে আমি আবার যাব।’