নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।
শনিবার (১১ জানুয়ারি) সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
গত চার মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, দেশটির মিডিয়া এমন তথ্য প্রচার করছে, যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে। ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের এত শাখা নেই যত বিএনপি ও আওয়ামী লীগ ও জামায়াতের আছে। যা বিদেশে বাঙালীদের ইমেজ নষ্ট করে। তারা একইভাবে একে অপরের শত্রু ভাবাপন্ন।
তিনি বলেন, এই শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ব্রান্ডিয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে আমাদের ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে তা বিশ্বের দরবারে দেশের খারাপ প্রভাব ফলছে।
উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। আমাদের ইনভেসমেন্ট অনেক দরকার। রাজনৈতিক নিশ্চয়তা আসলে আশা করি এই বিনিয়োগ অনেক বাড়বে। খুব তাড়াতাড়ি আমরা আশা করছি একটি রোডম্যাপ এসে যাবে। রাজনৈতিক সংকট দেখলে কেউ দেশে বিনিয়োগ করতে আসতে চায় না এটা একটা বড় সমস্যা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা। তাহলেই বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে।