Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশিরা বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির প্রশংসা করেছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিদেশি দেশগুলো সবাই বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির প্রশংসা করেছে। এ অঞ্চলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

শনিবার (১৩ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ইন্ডিয়ান কনফারেন্সের সাইড লাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, জাপানের ভাইস মিনিস্টার, সংযুক্ত আরব আমিরাতে সহকারী মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। আর ঠিক এই সময়ে আমরা নিম্ন আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছি। আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। ২০৪১ সালে বাংলাদেশকে উচ্চ আয়ের রাষ্ট্রে নিয়ে যেতে চাই। এর জন্য আঞ্চলিক সহযোগিতা এবং এ অঞ্চলের কিছুটা বাইরের রাষ্ট্র, যেমন জাপান বা অস্ট্রেলিয়া তাদের সহযোগিতা এবং বিশেষ করে ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে যে শুল্ক সুবিধা আছে সেটি যেন ২০২৯ পর্যন্ত অব্যহত রাখে। আমরা ইতোমধ্যে পঞ্চম এলডিসি কনফারেন্সে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সুবিধা তিন বছর থেকে বাড়িয়ে ছয় বছর করার জন্য বলেছি।

অস্ট্রেলিয়ার সঙ্গে খরাসহিষ্ণু প্রতিরোধক একটি ধান আমরা উদ্ভাবন করেছি। জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সফল সফর করেছেন। জাপানের ব্যবসায়ীরা যারা আসবেন তাদের ব্যবসায় পরিবেশ কীভাবে সহজ করা যায় সেটি নিয়ে কাজ করছেন বলে প্রতিমন্ত্রী জানান।

তিনি বলেন, এক বাংলাদেশী ছাত্র অস্ট্রেলিয়ায় নিহত হয়েছেন এবং সেজন্য অস্ট্রেলিয়ার অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার দুঃখপ্রকাশ করছেন এবং এর যেন ন্যয়বিচার হয় সেটি তারা দেখবেন বলে আশ্বস্ত করেছেন। জাপান সফরে যে চুক্তি সই হয়েছে বা যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে সেটির পরবর্তী পদক্ষেপ যেন দ্রুত নেওয়া হয় সেটির বিষয়ে আলোচনা হয়েছে।

খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য প্রক্রিয়াকরন, গুদামজাতকরন, পরিবহন ও সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা এবং আরও উচ্চফলনশীল শস্য চাষাবাদে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি বলে তিনি জানান।

বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক পাসপোর্ট ফ্রি এন্ট্রির জন্য সম্মত হয়েছি। একই সাথে সামনের দিনগুলোতে খাদ্য নিরাপত্তা, খাদ্য সংরক্ষণ ও খাদ্য সরবরাহে সহযোগিতা করতে একমত হয়েছি। এছাড়া উচ্চ ফলনশীল খাদ্য শস্য চাষাবাদে বাংলাদেশকে সহযোগিতা নিয়েও আলাপ হয়েছে। এ লক্ষ্যে কয়েকটি দেশের সঙ্গে বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গেও আমাদের সহযোগিতা রয়েছে।

জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি আরও বলেন, জাপানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আলোচনা হয়েছে। জাপানের ব্যবসায়ীদের কীভাবে আরও সহযোগিতা করা যায়, সেজন্য বিডা প্রস্তুত আছে। তাদের জন্য আমাদের এখানে সবকিছুই খোলা আছে। প্রয়োজনে আমরা কেস টু কেস হ্যান্ডেল করব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রস্তুত আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

বিদেশিরা বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির প্রশংসা করেছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিদেশি দেশগুলো সবাই বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির প্রশংসা করেছে। এ অঞ্চলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

শনিবার (১৩ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ইন্ডিয়ান কনফারেন্সের সাইড লাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, জাপানের ভাইস মিনিস্টার, সংযুক্ত আরব আমিরাতে সহকারী মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। আর ঠিক এই সময়ে আমরা নিম্ন আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছি। আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। ২০৪১ সালে বাংলাদেশকে উচ্চ আয়ের রাষ্ট্রে নিয়ে যেতে চাই। এর জন্য আঞ্চলিক সহযোগিতা এবং এ অঞ্চলের কিছুটা বাইরের রাষ্ট্র, যেমন জাপান বা অস্ট্রেলিয়া তাদের সহযোগিতা এবং বিশেষ করে ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে যে শুল্ক সুবিধা আছে সেটি যেন ২০২৯ পর্যন্ত অব্যহত রাখে। আমরা ইতোমধ্যে পঞ্চম এলডিসি কনফারেন্সে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সুবিধা তিন বছর থেকে বাড়িয়ে ছয় বছর করার জন্য বলেছি।

অস্ট্রেলিয়ার সঙ্গে খরাসহিষ্ণু প্রতিরোধক একটি ধান আমরা উদ্ভাবন করেছি। জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সফল সফর করেছেন। জাপানের ব্যবসায়ীরা যারা আসবেন তাদের ব্যবসায় পরিবেশ কীভাবে সহজ করা যায় সেটি নিয়ে কাজ করছেন বলে প্রতিমন্ত্রী জানান।

তিনি বলেন, এক বাংলাদেশী ছাত্র অস্ট্রেলিয়ায় নিহত হয়েছেন এবং সেজন্য অস্ট্রেলিয়ার অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার দুঃখপ্রকাশ করছেন এবং এর যেন ন্যয়বিচার হয় সেটি তারা দেখবেন বলে আশ্বস্ত করেছেন। জাপান সফরে যে চুক্তি সই হয়েছে বা যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে সেটির পরবর্তী পদক্ষেপ যেন দ্রুত নেওয়া হয় সেটির বিষয়ে আলোচনা হয়েছে।

খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য প্রক্রিয়াকরন, গুদামজাতকরন, পরিবহন ও সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা এবং আরও উচ্চফলনশীল শস্য চাষাবাদে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি বলে তিনি জানান।

বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক পাসপোর্ট ফ্রি এন্ট্রির জন্য সম্মত হয়েছি। একই সাথে সামনের দিনগুলোতে খাদ্য নিরাপত্তা, খাদ্য সংরক্ষণ ও খাদ্য সরবরাহে সহযোগিতা করতে একমত হয়েছি। এছাড়া উচ্চ ফলনশীল খাদ্য শস্য চাষাবাদে বাংলাদেশকে সহযোগিতা নিয়েও আলাপ হয়েছে। এ লক্ষ্যে কয়েকটি দেশের সঙ্গে বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গেও আমাদের সহযোগিতা রয়েছে।

জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি আরও বলেন, জাপানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আলোচনা হয়েছে। জাপানের ব্যবসায়ীদের কীভাবে আরও সহযোগিতা করা যায়, সেজন্য বিডা প্রস্তুত আছে। তাদের জন্য আমাদের এখানে সবকিছুই খোলা আছে। প্রয়োজনে আমরা কেস টু কেস হ্যান্ডেল করব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রস্তুত আছে।