স্পোর্টস ডেস্ক :
রিয়াল মাদ্রিদের হয়ে নিজের শেষ ম্যাচে গোল করে সব আলো হয়তো কেড়ে নিলেন করিম বেনজেমা। তবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে ইউরোপের সফলতম দলটির উজ্জ্বলতম খেলোয়াড় আসলে থিবো কোর্তোয়া। পেনাল্টি রুখে দিলেন, করলেন আরও দারুণ কিছু সেভ। তার দৃঢ়তায়ই হার এড়াতে পারল কার্লো আনচেলত্তির দল।
রোববার (৪ জুন) দিনের শুরুতেই রিয়াল মাদ্রিদ ঘোষণা করে, তাদের ব্যালন ডি’অর জয়ী ফ্রেঞ্চ ফুটবলার করিম বেনজেমা এই মৌসুম শেষেই ক্লাবকে বিদায় বলে দিচ্ছেন। আগামী ৩০ জুন তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। কারণ, রিয়ালের সঙ্গে চুক্তি তার ৩০ জুন পর্যন্তই। এরপর সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাতে যোগ দিচ্ছেন এই ফরাসী তারকা।
লা লিগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমেওনের দল শেষ মুহূর্তে গোল হজম করায় দুই নম্বরে থেকে আসর শেষ করেছে রিয়াল।
ম্যাচের দশ মিনিটেই পিছিয়ে পরতে পারতো রিয়াল। তবে দলকে রক্ষা করেছেন কর্তোয়া। টনি ক্রুসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় বিলবাও। তবে মিকেল ভাসগারের শট ফিরিয়ে দেন কর্তোয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ পেনাল্টির পাঁচটি ঠেকালেন বেলজিয়ান গোলরক্ষক।
প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি রিয়াল। তবে বিলবাওয়ের বেশ কিছু নিশ্চিত গোল রুখে দিয়েছেন রিয়াল গোলরক্ষক। পুরো ম্যাচে তেমন উজ্জ্বল ছিলেন না বেনজেমা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বিলবাও। ৪৯তম মিনিটে নিজেদের অর্ধে দানি সেবায়োস বল হারান। আন্দ্রে এরেরার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শট নেন ওইহান সানসেট। কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে ফিরতি শটে আর জাল খুঁজে নেন সানসেট।
নিজের বিদায়ী ম্যাচে তেমন কিছু করতে পারছিলেন না বেনজেমা। ৭২তম মিনিটে তার সামনে সুযোগ আসে সমতা ফেরানোর। স্পট কিকে ঠাণ্ডা মাথায় মাঝ বরাবার শট নিয়ে কাজে লাগান তিনি। ক্লাবের হয়ে নিজের ৩৫৪তম গোলের পরপরই মাঠ ছাড়েন ফরাসি এই স্ট্রাইকার। দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান রিয়াল সমর্থকরা।
৩৮ ম্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে আসর শেষ করল রিয়াল। ৭৭ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, শুধুমাত্র বিশ্বের অন্যতম সেরা ফুটবলারই নন, এই প্লানেটের অন্যতম সেরা ফুটবলার করিম বেনজেমা। তিনি সম্পূর্ণ এবং অসাধারণ একজন ফুটবলার। অসাধারণ বিনয়ী এবং নম্র একজন মানুষ বেনজেমা।
করিম বেনজেমার চলে যাওয়ার সিদ্ধান্তে খুশি নন আনচেলত্তি। তবে বাস্তবতাও মেনে নিচ্ছেন তিনি। আনচেলত্তি বলেন, আমরা খুশি হতে পারছি না। তবে আমাদেরকে অবশ্যই তার এই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। সঠিক কিছুই অর্জন করতে যাচ্ছেন। আমাদের সবাইকে তাকে ধন্যবাদ জানানো উচিৎ। ক্লাবের হয়ে কিংবদন্তীতে পরিণত হয়েছেন এবং যা করে গেছেন তা কখনোই ভুলে যাওয়ার মত নয়। ক্লাবের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।