Dhaka মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানিকে হত্যা

রাজশাহী জেলা প্রতিনিধি : 

বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানীকে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গোপনে দাফন করার চেষ্টা চালিয়েছিল নাতি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলার গোদামারী গ্রামে এ ঘটনা ঘটে। রোববার রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নানীর নাম সোনা সরেন (৭৬)। তিনি ওই গ্রামের মৃত চরন টুডুর স্ত্রী। অভিযুক্ত নাতির নাম ইসমাইল সরেন (২৪)। তার বাবার নাম জিদু সরেন। অভিযুক্ত নাতীকে আটক করেছে পুলিশ।।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুইজনে সম্পর্কে আপন নানী-নাতি। একসঙ্গে বসবাস করতেন। বিড়ির টাকা না দেওয়ার কারণে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষেপে গিয়ে নানীকে কিল-ঘুষি মারে নাতি ইসমাইল সরেন। আর এতেই নানী সোনা সরেনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ইসমাইল মাদকাসক্ত। ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন। তাকে মারার পর তার মরদেহ নানীর বিছানায় রেখে দেন। পরে ইসমাইল সরেন রাতের আঁধারে কবর খুঁড়তে গিয়ে পরিবার বিষয়টি বুঝতে পারে। এবং তারাও মাটি দিতে চায়। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত নাতিকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে আমেনা টুডু বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শিবচরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানিকে হত্যা

প্রকাশের সময় : ০৪:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

রাজশাহী জেলা প্রতিনিধি : 

বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানীকে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গোপনে দাফন করার চেষ্টা চালিয়েছিল নাতি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলার গোদামারী গ্রামে এ ঘটনা ঘটে। রোববার রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নানীর নাম সোনা সরেন (৭৬)। তিনি ওই গ্রামের মৃত চরন টুডুর স্ত্রী। অভিযুক্ত নাতির নাম ইসমাইল সরেন (২৪)। তার বাবার নাম জিদু সরেন। অভিযুক্ত নাতীকে আটক করেছে পুলিশ।।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুইজনে সম্পর্কে আপন নানী-নাতি। একসঙ্গে বসবাস করতেন। বিড়ির টাকা না দেওয়ার কারণে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষেপে গিয়ে নানীকে কিল-ঘুষি মারে নাতি ইসমাইল সরেন। আর এতেই নানী সোনা সরেনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ইসমাইল মাদকাসক্ত। ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন। তাকে মারার পর তার মরদেহ নানীর বিছানায় রেখে দেন। পরে ইসমাইল সরেন রাতের আঁধারে কবর খুঁড়তে গিয়ে পরিবার বিষয়টি বুঝতে পারে। এবং তারাও মাটি দিতে চায়। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত নাতিকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে আমেনা টুডু বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।