বিনোদন ডেস্ক :
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা সম্প্রতি তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’–এর প্রচারণায় ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। নিজের বর্তমান ও অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলে আলোচনায় এই অভিনেত্রী। বিশেষ করে তিনি জানান, একসময় এমন একটি সম্পর্কে ছিলেন যেখানে তার নিজের কোনও পছন্দ বা ইচ্ছার জায়গাই ছিল না।
চলচ্চিত্রের একটি প্রোমোশনাল ভিডিওতে সঞ্চালক সুমার সঙ্গে আলাপচারিতায় রাশমিকা বলেন, বাস্তব জীবনে তার চরিত্র ভূমার মতো অনেক মানুষই আছেন যারা কোনও পছন্দ না থাকলেও সম্পর্কে থাকতে বাধ্য হচ্ছেন। আপনি কাকে বেছে নেবেন সেটাই গুরুত্বপূর্ণ। ইচ্ছার বাইরে সম্পর্কে থাকা উচিত নয়। আমি নিজে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি।
প্রচার অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়েও রাশমিকা স্বীকার করেন, তার জীবনের বর্তমান সঙ্গী বিজয় দেবরাকোন্ডা তাকে এমন এক ব্যথা থেকে সেরে উঠতে সাহায্য করেছেন যে ব্যথার কারণ তিনি নন। রাশমিকার ভাষায়, আমার সৌভাগ্য যে আমার জীবনে এমন একজন আছেন, যিনি সেই ব্যথা থেকে আমাকে সুস্থ হতে সাহায্য করেছেন। তিনি আমার পাশে ছিলেন ঠিক যেমন এই সিনেমার চরিত্র ভূমার পাশে কেউ থাকে।
রাশমিকা আরও জানান, ট্রোলিংয়ের কারণে মানসিক চাপ তৈরি হলে বিজয় তাকে সবসময় শান্ত করেন। তিনি বলেন,
বাড়িতে যখন বলি আমায় খুব ট্রোল করা হচ্ছে, বিজয় বলে ‘এসব কিছুই না, তুমি বেশি ভাবছ।’ কিন্তু সত্যি বলতে, এগুলো আমার সামনে ট্যাগ করে পাঠানো হয়।
প্রসঙ্গত, রাশমিকা মন্দানার সঙ্গে কয়েকবছর আগে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয়েছিল। তবে ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। এমনকি গত মসে রাশমিকা–বিজয়ের বাগদানের বিষয়টিও আলোচনায় আসে।
বিনোদন ডেস্ক 
























