নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশেপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এই অনুরোধ করেন।
বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা ও জনসাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য উক্ত এলাকায় কোনো ধরনের ড্রোন পরিচালনা করা যাবে না। সংশ্লিষ্ট সকলের কাছে এ বিষয়ে সহযোগিতা কামনা করা হয়েছে।
সরকারি নির্দেশনার আলোকে বিজয় দিবসের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং উক্ত এলাকায় ড্রোন চালানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
নিজস্ব প্রতিবেদক 






















