বিনোদন ডেস্ক :
বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। এ জুটির সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে গেছে তাদের প্রেমের সম্পর্ক। বিচ্ছেদের এই গুঞ্জন উড়িয়ে, এবার একসঙ্গে লাঞ্চ ডেটে গেলেন মালাইকা-অর্জুন।
জানা যায়, সামাজিক মাধ্যমে অর্জুন কাপুরের পরিবারের অনেককেই আনফলো করেছেন মালাইকা। আবার দু’জনকে একসঙ্গে খুব একটা দেখা যাচ্ছিল না। এরপরেই জোরালো তাদের বিচ্ছেদের খবর।
অর্জুন-মালাইকার সম্পর্ক ঘিরে যখন জল্পনা তুঙ্গে তখনই তাদের দু’জনকে একসঙ্গে দেখা গেল লাঞ্চ ডেটে। রোববার (২৭ আগস্ট) একসঙ্গে লাঞ্চ ডেটে যান এই জুটি। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদেরকে একসঙ্গে বের হতে দেখা যায়।
পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পরা সেই ছবিতে, সাদা রঙের পোশাকে আবেদনময়ী লুকে দেখা গেছে মালাইকাকে। অন্যদিকে কালো রঙের টি-শার্টের সঙ্গে জিন্স পরেছেন অর্জুন।
দুই তারকাকে একসঙ্গে দেখে যেন স্বস্তি পেয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরাও। আপাতত বিচ্ছেদের গুঞ্জনে কিছুটা হলেও জল ঢেলে দিল এই জুটি।
অনেকদিন ধরেই গুঞ্জন তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।
এদিকে গুঞ্জন ছিল, অর্জুন কাপুর নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। যে কুশার সঙ্গে সম্প্রতি তার স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়ার বিচ্ছেদ হয়েছে। যদিও এই গুঞ্জন অস্বীকার করেছেন কুশা কপিলা নিজেই।
মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসব বিষয়ে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন।
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।
২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।