Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিচ্ছেদ ইস্যুর মধ্যে নতুন খবর দিলেন তানিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী হিসেবেই বেশ জনপ্রিয় তানিয়া আহমেদ। মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হলেও পরে তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে সুখ্যাতি লাভ করেন। অভিনয় করেন চলচ্চিত্রেও। ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুলকে। বিনোদন জগতে পরিচিত ছিলেন ‘হ্যাপি কাপল’ নামে। ভক্তদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা ছিল দারুণ।

দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনের পথচলার ইতি ঘটেছে তাদের। গত বছর প্রকাশ্যে আসে খবরটি। কিন্তু আড়ালেই ছিল তানিয়া-টুটুলের বিচ্ছেদের কারণ। বর্তমানে বিচ্ছেদ ইস্যুতে খবরের শিরোনামে রয়েছেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদ। বলা যায়, শোবিজে এখন বিচ্ছেদ ইস্যুতে বেশ চর্চিত এই প্রাক্তন তারকা দম্পতি। বর্তমানে দুজনেই রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে টুটুলের সঙ্গে বিচ্ছেদ ইস্যুর মধ্যেই সুখবর দিলেন তানিয়া আহমেদ।

নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তানিয়া আহমেদ। নতুন এই সিনেমার নাম ‘তাপ’। এরই মধ্যে সবকিছু চূড়ান্তও হয়ে গেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। দেশে ফিরে সিনেমার টিমের সঙ্গে শুটিং যোগ দিবেন তিনি। জানা গেছে, সিনেমাটি নির্মাণ করবেন সুমন ধর। বছরের শেষ দিকে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

ছবিটি নিয়ে তানিয়া বলেন, দুই দিন পরপর পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। সাইন করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি। সাধারণত আমাদের দেশের সিনেমায় দেখা যায়, হিরো-হিরোইননির্ভর গল্প। এটা প্যারালাল দুই নারীর গল্প। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।

সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে তানিয়া বললেন, আমার কাছে মনে হয়, আমার এই বয়সে এসে আমি তো হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব। আমি রায়হান খানের ছবিতেও যেটা করেছি, ওখানেও হিরো-হিরোইন আছে ঠিকই; কিন্তু অন্য যে চরিত্র আছে, একটা আমি করেছি, অন্যটা মিশা সওদাগর ভাই। আমাদের এই দুটি চরিত্র বাদ দিলে ছবির গল্পটা দাঁড়াবে না। আমি এ ধরনের কিছু একটা করতে চাই।

‘তাপ’ ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই ভাবনা তানিয়ার। তিনি বলেন, ‘ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাইকে দেখা যাচ্ছে, ওই শিলা মাসির চরিত্রের গভীরে ঢুকে যাচ্ছেন। সবাই বলছেন, এত ন্যাচারাল, মনে হচ্ছে আপনি চরিত্রটা কাছ থেকে দেখেছেন। আসলে বিষয়টা মোটেও এমন নয়। আমি আগেও যখন হুমায়ূন (আহমেদ) স্যারের ওখানে কাজ করেছি, তখন আমার সিকোয়েন্স দেখে সেটের সবাই জানে যে অভিনয় করেছি। এমনকি কান্নার ওসব দৃশ্য শেষ পর্যন্ত আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত এনে দিয়েছিল।’

প্রসঙ্গত, তানিয়া আহমেদ অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৬ সালে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেন মেহের আফরোজ শাওন। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

বিচ্ছেদ ইস্যুর মধ্যে নতুন খবর দিলেন তানিয়া

প্রকাশের সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী হিসেবেই বেশ জনপ্রিয় তানিয়া আহমেদ। মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হলেও পরে তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে সুখ্যাতি লাভ করেন। অভিনয় করেন চলচ্চিত্রেও। ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুলকে। বিনোদন জগতে পরিচিত ছিলেন ‘হ্যাপি কাপল’ নামে। ভক্তদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা ছিল দারুণ।

দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনের পথচলার ইতি ঘটেছে তাদের। গত বছর প্রকাশ্যে আসে খবরটি। কিন্তু আড়ালেই ছিল তানিয়া-টুটুলের বিচ্ছেদের কারণ। বর্তমানে বিচ্ছেদ ইস্যুতে খবরের শিরোনামে রয়েছেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদ। বলা যায়, শোবিজে এখন বিচ্ছেদ ইস্যুতে বেশ চর্চিত এই প্রাক্তন তারকা দম্পতি। বর্তমানে দুজনেই রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে টুটুলের সঙ্গে বিচ্ছেদ ইস্যুর মধ্যেই সুখবর দিলেন তানিয়া আহমেদ।

নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তানিয়া আহমেদ। নতুন এই সিনেমার নাম ‘তাপ’। এরই মধ্যে সবকিছু চূড়ান্তও হয়ে গেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। দেশে ফিরে সিনেমার টিমের সঙ্গে শুটিং যোগ দিবেন তিনি। জানা গেছে, সিনেমাটি নির্মাণ করবেন সুমন ধর। বছরের শেষ দিকে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

ছবিটি নিয়ে তানিয়া বলেন, দুই দিন পরপর পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। সাইন করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি। সাধারণত আমাদের দেশের সিনেমায় দেখা যায়, হিরো-হিরোইননির্ভর গল্প। এটা প্যারালাল দুই নারীর গল্প। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।

সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে তানিয়া বললেন, আমার কাছে মনে হয়, আমার এই বয়সে এসে আমি তো হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব। আমি রায়হান খানের ছবিতেও যেটা করেছি, ওখানেও হিরো-হিরোইন আছে ঠিকই; কিন্তু অন্য যে চরিত্র আছে, একটা আমি করেছি, অন্যটা মিশা সওদাগর ভাই। আমাদের এই দুটি চরিত্র বাদ দিলে ছবির গল্পটা দাঁড়াবে না। আমি এ ধরনের কিছু একটা করতে চাই।

‘তাপ’ ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই ভাবনা তানিয়ার। তিনি বলেন, ‘ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাইকে দেখা যাচ্ছে, ওই শিলা মাসির চরিত্রের গভীরে ঢুকে যাচ্ছেন। সবাই বলছেন, এত ন্যাচারাল, মনে হচ্ছে আপনি চরিত্রটা কাছ থেকে দেখেছেন। আসলে বিষয়টা মোটেও এমন নয়। আমি আগেও যখন হুমায়ূন (আহমেদ) স্যারের ওখানে কাজ করেছি, তখন আমার সিকোয়েন্স দেখে সেটের সবাই জানে যে অভিনয় করেছি। এমনকি কান্নার ওসব দৃশ্য শেষ পর্যন্ত আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত এনে দিয়েছিল।’

প্রসঙ্গত, তানিয়া আহমেদ অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৬ সালে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেন মেহের আফরোজ শাওন। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।