নরসিংদী জেলা প্রতিনিধি :
বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুততম সময়ে শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। আমরা চাই জনগণ যেন ভোটের অধিকার ফিরে পায়।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত মঈন খানের বাবা সাবেক খাদ্য মন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে তাই জনগণের ভোটে তারা বিশ্বাস করে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সে সত্যিকারের জনপ্রতিনিধি হবে। আগামিতে যেন দিনের ভোট রাতে না হয়। কোনো ডামি এমপি যেন সংসদে আসতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জুলাই-আগস্টের বিপ্লবে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছে। ফের যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে।
তিনি বলেন, নরসিংদীর পলাশের দুটি সার কারখানা ভেঙে নতুন একটি সার কারখানা তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার।
মঈন খান বলেন, স্বৈরাচারেরা বিদেশি কাপড় আমদানি করে দেশীয় কাপড়ের বাজার ও শিল্প ধ্বংস করেছে। নরসিংদীর বাবুরহাট আজ ধ্বংসের পথে। নরসিংদীর কাগজকল, তাঁতসহ অন্য শিল্প আজ মরুভূমিতে রূপান্তর হয়েছে। পলাশ ও নরসিংদীর পাটশিল্পের ধ্বংস নিয়েও দুঃখপ্রকাশ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান পতিত সরকারকে ইঙ্গিত করে বলেন, তারা যদি মনে করে এদেশে ফিরে এসে রাজনীতি করবে তাহলে তারা বোকার রাজ্যে বাস করে। যারা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে এদেশের ছাত্র জনতা প্রতিহত করবে। আমাদের শক্তি, সততা ও ন্যায়ের রাজনীতি। আবু সাঈদরা জীবন দিয়ে বিশ্বের ইতিহাসে স্থান করে নিয়েছে। পলাশকে যারা দুষিত করে গেছে তাদের বিরোদ্ধে আইনের বিচার একদিন হবে।
মঈন খান বলেন, মোমেন খান জাগদল সৃস্টি করেছেন। পরে দেশ গঠনে কাজ করেছেন। এছাড়া দেশের সরকারের আমলাদের মধ্যে সর্বোচ্চ স্থান আসিন করেছেন।
নিজের রাজনীতি নিয়ে তিনি বলেন, আমি খালেদা জিয়ার অনুরোধে রাজনীতিতে এসেছি, ভোগ বিলাশের জন্য রাজনীতি করি না। দিনের ভোট রাতে, নিজের ভোট নিজে ভরে দিয়ে নির্বাচনের জন্য রাজনীতি করি না। আর সেই রাজনীতি করতে দেয়া হবে না। তিনি সুস্ঠু, সুন্দর নির্বাচন দাবি করেন।
ওই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের মেয়ে ড. মাহরীন খান।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড. রোখসানা খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ স্পাদক আকরামুল হক মিন্টু, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আঃ ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা, জেলা যুবদলের সভাপতি শাহেন শাহ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খানসহ দলীয় নেতৃবৃন্দ।