Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না : এ জেড এম জাহিদ হোসেন

সিলেট জেলা প্রতিনিধি : 

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১৩ জুলাই) সিলেটের সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠন তো সম্পৃক্ত নয়। খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই মব ভায়োলেন্সের সঙ্গে জড়িতদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না।

তিনি বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত, তারা এসব ঘটিয়েছে। সেই লোকদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরি। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

বিএনপির এ নেতা বলেন, আপনি খেয়াল করেন, ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন-আদালত আছে। তাদের কাছে আপনি দাবি করেন। আপনি কী করছেন? বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উসকানি দিয়ে আমাদের উসকাচ্ছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারও উসকানিতে পা দেবে না।

তিনি বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুকঠিনভাবে ঐক্যবদ্ধ। বিএনপির নেতৃত্বকে বিপথগামী করতে পারবেন না। উপরন্তু যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট শক্তি রাখে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালেক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না : এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশের সময় : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

সিলেট জেলা প্রতিনিধি : 

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১৩ জুলাই) সিলেটের সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠন তো সম্পৃক্ত নয়। খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই মব ভায়োলেন্সের সঙ্গে জড়িতদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না।

তিনি বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত, তারা এসব ঘটিয়েছে। সেই লোকদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরি। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

বিএনপির এ নেতা বলেন, আপনি খেয়াল করেন, ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন-আদালত আছে। তাদের কাছে আপনি দাবি করেন। আপনি কী করছেন? বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উসকানি দিয়ে আমাদের উসকাচ্ছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারও উসকানিতে পা দেবে না।

তিনি বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুকঠিনভাবে ঐক্যবদ্ধ। বিএনপির নেতৃত্বকে বিপথগামী করতে পারবেন না। উপরন্তু যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট শক্তি রাখে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালেক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী প্রমুখ।