Dhaka বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি প্রাচীনকালের গণকের মতো কথা বলে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, বিএনপি প্রাচীনকালের গণকের মতো কথা বলে। চলমান আন্দোলনের মাধ্যমে কোনও দিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির নেতারা জ্যোতিষের মতো ফাও ভবিষ্যদ্বাণী দেয়। তা কখনও পূরণ হবে না। এসব কথা অবাস্তব ও পরাবাস্তব। তারা আবহওয়াবিদের মতো কথা বলে।

শনিবার (৭ অক্টোবর) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মন্ত্রী আরও বলেন, সামান্য কিছু সাফল্য এসেছে গতমাসে। এরইমধ্যে (মূল্যস্ফীতি) দুই শূন্য শতাংশ কমেছে। আগামী মাসে আরও কমবে বলে আমরা আশা করি।

সরকার অর্থনৈতিক চাপে আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন

মন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রয়োজনে আরও তিনমাসের মতো আমদানি করার মতো রিজার্ভ আমাদের আছে। এসব বিষয়ে পণ্ডিত আইএমএসের একটি দল ঢাকায় ঘোরাফেরা করছে। তাদের সঙ্গেও আমাদের কথাবার্তা হচ্ছে।

মহাজোটের সঙ্গে একত্রিত হয়ে আওয়ামী জাতীয় নির্বাচন করবে কি না এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন আমরা সেটা মাথা পেতে নেবো।

সরকার অর্থনৈতিক চাপে আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে ঝুঁকি নিয়ে বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন, দেশের মানুষকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য বদলের জন্য যেকোনো বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। তাই উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, এটা সরকারপ্রধানও বিশ্বাস করেন আমিও করি। এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। দেশের নিম্ন আয়ের মানুষ কষ্টে আছেন। তাদের জন্য একটু স্বস্তির ব্যবস্থা করতে হবে। এজন্য কাজ করছে সরকার। মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে কিন্তু বাড়েনি। এটা আরও কমাতে হবে। এটি সমস্যা, সংকট নয়।

সরকার অর্থনৈতিক চাপে আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী বলেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন। দেশের প্রধান সমস্যা মূল্যস্ফীতি। হু হু করে সব কিছুর দাম বেড়েছে। এটা দমন করে দেশের নিম্নআয়ের মানুষদের স্বস্তি দিতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

রিজার্ভের বিষয়ে তিনি বলেন, আমাদের হাতে বর্তমান প্রয়োজনের থেকে আগামী তিন মাসের আমদানি করার মতো রিজার্ভ আছে এবং এসব বিষয়ে আইএমএফের পন্ডিত টিম ঢাকায় ঘুরাফেরা করছে, কথা বার্তা হচ্ছে। সংকটের কথা আইএমএফও বলেনি, তারা বলছে এইটা করলে ভালো, ওইটা করলে ভালো। আমরা করবো, কিন্তু আমরা যেটা করতে পারবো না সেটা তাদের সাথে শেয়ার করবো। অন্য বিকল্প খুঁজব, এইটা পারছি না অন্য একটা দেখব। এটা চলমান প্রক্রিয়া।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৃষ্টি হলেই হাঁটু সমান কাঁদা, চরম ভোগান্তিতে মামাখালীর মানুষ

বিএনপি প্রাচীনকালের গণকের মতো কথা বলে : পরিকল্পনামন্ত্রী

প্রকাশের সময় : ০৬:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, বিএনপি প্রাচীনকালের গণকের মতো কথা বলে। চলমান আন্দোলনের মাধ্যমে কোনও দিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির নেতারা জ্যোতিষের মতো ফাও ভবিষ্যদ্বাণী দেয়। তা কখনও পূরণ হবে না। এসব কথা অবাস্তব ও পরাবাস্তব। তারা আবহওয়াবিদের মতো কথা বলে।

শনিবার (৭ অক্টোবর) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মন্ত্রী আরও বলেন, সামান্য কিছু সাফল্য এসেছে গতমাসে। এরইমধ্যে (মূল্যস্ফীতি) দুই শূন্য শতাংশ কমেছে। আগামী মাসে আরও কমবে বলে আমরা আশা করি।

সরকার অর্থনৈতিক চাপে আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন

মন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রয়োজনে আরও তিনমাসের মতো আমদানি করার মতো রিজার্ভ আমাদের আছে। এসব বিষয়ে পণ্ডিত আইএমএসের একটি দল ঢাকায় ঘোরাফেরা করছে। তাদের সঙ্গেও আমাদের কথাবার্তা হচ্ছে।

মহাজোটের সঙ্গে একত্রিত হয়ে আওয়ামী জাতীয় নির্বাচন করবে কি না এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন আমরা সেটা মাথা পেতে নেবো।

সরকার অর্থনৈতিক চাপে আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে ঝুঁকি নিয়ে বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন, দেশের মানুষকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য বদলের জন্য যেকোনো বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। তাই উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, এটা সরকারপ্রধানও বিশ্বাস করেন আমিও করি। এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। দেশের নিম্ন আয়ের মানুষ কষ্টে আছেন। তাদের জন্য একটু স্বস্তির ব্যবস্থা করতে হবে। এজন্য কাজ করছে সরকার। মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে কিন্তু বাড়েনি। এটা আরও কমাতে হবে। এটি সমস্যা, সংকট নয়।

সরকার অর্থনৈতিক চাপে আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী বলেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন। দেশের প্রধান সমস্যা মূল্যস্ফীতি। হু হু করে সব কিছুর দাম বেড়েছে। এটা দমন করে দেশের নিম্নআয়ের মানুষদের স্বস্তি দিতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

রিজার্ভের বিষয়ে তিনি বলেন, আমাদের হাতে বর্তমান প্রয়োজনের থেকে আগামী তিন মাসের আমদানি করার মতো রিজার্ভ আছে এবং এসব বিষয়ে আইএমএফের পন্ডিত টিম ঢাকায় ঘুরাফেরা করছে, কথা বার্তা হচ্ছে। সংকটের কথা আইএমএফও বলেনি, তারা বলছে এইটা করলে ভালো, ওইটা করলে ভালো। আমরা করবো, কিন্তু আমরা যেটা করতে পারবো না সেটা তাদের সাথে শেয়ার করবো। অন্য বিকল্প খুঁজব, এইটা পারছি না অন্য একটা দেখব। এটা চলমান প্রক্রিয়া।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।