Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে : কাদের

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। তারা ঢাক-ঢোল পিটিয়ে আন্দোলন শুরু করেছিল। এখন তাদের আন্দোলন মানববন্ধনে চলে এসেছে। তাদের আন্দোলন কোনোদিনই সফল হবে না।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ছিল নেতাকর্মীদের বাঁচানোর জন্য। এখন তাদের টার্গেট দেশে অশান্তি সৃষ্টি করা। যাদের দলে গণতন্ত্রের চর্চা নেই তারাই আবার গণতন্ত্রের কথা বলেন। তাদের শীর্ষ নেতারা দণ্ডপ্রাপ্ত। মানুষ কিভাবে তাদের গ্রহণ করবে?

ওবায়দুল কাদের বলেন, আমি আজকে চলে যাবো। কিন্তু এ স্মৃতি কোনোদিন ভুলবো না। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম; আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম।

শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, সন্ত্রাসীকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তবে খাদ্যে ভেজাল, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের একটি মাত্র ভাষণ গোটা দেশকে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করেছিল। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলায় পাখিরা গান গাইবে, যতদিন বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন নদীর কলতান থাকবে, যতদিন বাংলায় সমুদ্রের গর্জন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই।

এ সময় ফরিদপুরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপনকারী শিশুদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে আমাদের শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেলেন; আমি সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।

জেলা আওয়ামী লীগ সভাপতি শামিম হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন, শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ, শ্যামল ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান প্রমুখ।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

বিএনপি দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে : কাদের

প্রকাশের সময় : ১০:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। তারা ঢাক-ঢোল পিটিয়ে আন্দোলন শুরু করেছিল। এখন তাদের আন্দোলন মানববন্ধনে চলে এসেছে। তাদের আন্দোলন কোনোদিনই সফল হবে না।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ছিল নেতাকর্মীদের বাঁচানোর জন্য। এখন তাদের টার্গেট দেশে অশান্তি সৃষ্টি করা। যাদের দলে গণতন্ত্রের চর্চা নেই তারাই আবার গণতন্ত্রের কথা বলেন। তাদের শীর্ষ নেতারা দণ্ডপ্রাপ্ত। মানুষ কিভাবে তাদের গ্রহণ করবে?

ওবায়দুল কাদের বলেন, আমি আজকে চলে যাবো। কিন্তু এ স্মৃতি কোনোদিন ভুলবো না। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম; আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম।

শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, সন্ত্রাসীকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তবে খাদ্যে ভেজাল, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের একটি মাত্র ভাষণ গোটা দেশকে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করেছিল। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলায় পাখিরা গান গাইবে, যতদিন বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন নদীর কলতান থাকবে, যতদিন বাংলায় সমুদ্রের গর্জন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই।

এ সময় ফরিদপুরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপনকারী শিশুদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে আমাদের শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেলেন; আমি সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।

জেলা আওয়ামী লীগ সভাপতি শামিম হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন, শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ, শ্যামল ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান প্রমুখ।