Dhaka সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে : সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে। বিগতদিনে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমনকি বিএনপির সমর্থক হওয়ার কারণে অনেকেই চাকরি থেকেও বঞ্চিত হয়েছেন। ১৭ বছর পর আমরা একটি সুযোগ পেয়েছি, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া হাট বাইপাস এলাকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশের কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না। সে লক্ষ্যে আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। ইনশাআল্লাহ, সেই সরকারের প্রধান হবেন দেশনায়ক তারেক রহমান।

ওয়ার্ড বিএনপির সভাপতি ইন্নছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল হক জাদিদ এবং সদর উপজেলা বিএনপির সহসভাপতি আসিফুজ্জামান আসিফ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রেলওয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে : সুলতান সালাউদ্দিন টুকু

প্রকাশের সময় : ০১:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে। বিগতদিনে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমনকি বিএনপির সমর্থক হওয়ার কারণে অনেকেই চাকরি থেকেও বঞ্চিত হয়েছেন। ১৭ বছর পর আমরা একটি সুযোগ পেয়েছি, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া হাট বাইপাস এলাকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশের কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না। সে লক্ষ্যে আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। ইনশাআল্লাহ, সেই সরকারের প্রধান হবেন দেশনায়ক তারেক রহমান।

ওয়ার্ড বিএনপির সভাপতি ইন্নছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল হক জাদিদ এবং সদর উপজেলা বিএনপির সহসভাপতি আসিফুজ্জামান আসিফ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।