নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে সমর্থনে মিছিল ও স্লোগান দেওয়ার সময় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের পল্টন মডেল থানা পুলিশ আটক করে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবরোধের সমর্থনে বিএনপির কিছু সমর্থক পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ করছিলেন। ধারনা করা হচ্ছে তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করা হয় এবং চারজনকে আটক করা হয়।
ওসি বলেন, ‘তাদের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। এখন জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।
এদিকে, মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় বিএনপির তিন নেতাকে আটক করে পুলিশ। তারা হলেন- হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫)।