সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ বলেন, বিএনপি কখনো কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না। আমার জন্মের পর থেকে আমি দেখেছি, আমার বাবা এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা ভিন্নমতের মানুষকে জেলে ভরেননি এবং কাউকে অত্যাচার করেননি।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরায় এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আমি আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকব। আমার বাবার মৃত্যুর পরও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখানে সবাই নিরাপদ—সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ। সালথা ও নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোর সমস্যার সমাধানে আমার বাবা সর্বদা আলেমদের পাশে ছিলেন।
তিনি বলেন, তারেক রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকার থেকে ভাতা পাবেন। অন্য কোনো সরকারের সময় এমনটি হয়নি।
শামা ওবায়েদ সালথার মানুষকে সতর্ক করে বলেন, আমাদের এলাকায় দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়ম রোধ করতে হবে। আমাদের মা-বোনদের এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। এজন্য ১২ তারিখে ধানের শীষে ভোট দিন।
মো. কাওছার মাতুব্বরের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন: সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট লাভলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ প্রমুখ।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি 























