Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি আর প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না : গয়েশ্বর

গাজীপুর জেলা প্রতিনিধি : 

আন্দোলন-সংগ্রামের জন্য বিএনপি আর প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না। এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজগেট এলাকায় মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগ দাবি ছাড়াও সংসদ বিলুপ্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ওই সমাবেশের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।

তিনি বলেন, আমরা লড়ছি জনগণের জন্য। জনগণ পাশে থাকবে, আমাদের পুলিশ-এসপি-থানা কিছুই লাগবে না। শেখ হাসিনার পতন নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করতে পারব। আমরা লড়ছি জনগণের জন্য। জনগণ পাশে থাকবে, আমাদের পুলিশ-এসপি-থানা কিছুই লাগবে না।

গয়েশ্বর বলেন, আমাদের আন্দোলন ডু অর ডাই। হয় বাঁচব না হয় মরব। শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করে বাঁচতে চাই না। তাই আমাদের সেজন্য প্রস্তুত থাকতে হবে। শেখ হাসিনার পতন নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করতে পারব। আমরা লড়ছি জনগণের জন্য। জনগণ পাশে থাকবে। আমাদের পুলিশ, এসপি, থানা কিছুই লাগবে না।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারে সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ উপলক্ষে এ দিন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুরের আগেই অনুষ্ঠানস্থলে এসে জড়ো হন। ওই সময় নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলার আরো এক আসামী গ্রেফতার

বিএনপি আর প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না : গয়েশ্বর

প্রকাশের সময় : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুর জেলা প্রতিনিধি : 

আন্দোলন-সংগ্রামের জন্য বিএনপি আর প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না। এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজগেট এলাকায় মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগ দাবি ছাড়াও সংসদ বিলুপ্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ওই সমাবেশের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।

তিনি বলেন, আমরা লড়ছি জনগণের জন্য। জনগণ পাশে থাকবে, আমাদের পুলিশ-এসপি-থানা কিছুই লাগবে না। শেখ হাসিনার পতন নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করতে পারব। আমরা লড়ছি জনগণের জন্য। জনগণ পাশে থাকবে, আমাদের পুলিশ-এসপি-থানা কিছুই লাগবে না।

গয়েশ্বর বলেন, আমাদের আন্দোলন ডু অর ডাই। হয় বাঁচব না হয় মরব। শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করে বাঁচতে চাই না। তাই আমাদের সেজন্য প্রস্তুত থাকতে হবে। শেখ হাসিনার পতন নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করতে পারব। আমরা লড়ছি জনগণের জন্য। জনগণ পাশে থাকবে। আমাদের পুলিশ, এসপি, থানা কিছুই লাগবে না।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারে সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ উপলক্ষে এ দিন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুরের আগেই অনুষ্ঠানস্থলে এসে জড়ো হন। ওই সময় নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।