কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি অবৈধ উপায়ে ক্ষমতায় যায়, তাদের লজ্জা হওয়া উচিত। অপরের বিষয়ে চুরির কথা তাদের মুখে মানায় না। আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোনো প্রশ্ন করার আগে বিএনপি নেতাকর্মীদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।
মঙ্গলবার (১৭ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক পেক্ষপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিএনপি বহুবার সরকার পতনের জন্য আল্টিমেটাম দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। তাদের আল্টিমেটাম নিয়ে সরকার ভাবছে না। কারণ আওয়ামী লীগ সরকারের প্রতি এদেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে। আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পায় না। বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করলে কঠোরভাবে দমন করা হবে। আগামী নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী চাইলে আলোচনা করতে পারে।
‘আওয়ামী লীগ ভোট চুরি করে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, যে দলের জন্মই হয়েছে অবৈধ পথে, যে দলের নেতারা চুরিতে অভ্যস্ত তাদের মুখে অবৈধ চুরি শব্দটাই আসবে। লজ্জা থাকলে এ কথা বলত না তারা। ভোট চুরির রাজনীতি করেছিলো জিয়াউর রহমান।
হানিফ বলেন, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠন করে বৈধভাবে দেশ পরিচালনা করছে। সরকার নিয়ে কথা বলার আগে বিএনপি আয়নায় নিজেদের চেহারা দেখুক।